কলকাতা: আগামী চারদিন গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পাশাপাশি ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বিগত কয়েকদিন ধরেই বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম অস্বস্তি বাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এইমুহুর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখার অবস্থান পুরুলিয়া, খড়গপুরের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর মাধ্যমেই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তাই পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিল মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ফলে ভ্যাপসা গরমের হাত থেকে সন্ধ্যের পর কিছুটা স্বস্তি মিলেছে।
বিস্তৃত আকারে মৌসুমী অক্ষরেখাটির অবস্থান অমৃতসর, বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে অসমের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত। বিস্তৃত এই সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে পূর্ব ভারতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ভারী বৃষ্টি পিছু ছাড়ছে না উঃ বঙ্গের। এর আগে বর্ষার শুরুতে দঃ বঙ্গে সেই অর্থে বৃষ্টি না হলেও ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উঃ বঙ্গে। বন্যা ও ধসের জেরে ক্ষয়ক্ষতিও হয়েছে। এবার আরও একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদা সহ উঃ বঙ্গের কয়েকটি জেলায়।