কলকাতা: শীঘ্রই চালু হতে চলেছে মেট্রো পরিষেবা৷ প্রস্তুতি তুঙ্গে৷ কিন্তু কবে থেকে ফের চলবে লোকাল ট্রেন? এর জবাবে যাত্রীদের হতাশ করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা৷ অদূর ভবিষ্যতে শহরতলিতে লোকাল ট্রেন চালানোর কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন তিনি৷
আরও পড়ুন- কন্যার জন্মে আগমণী পালন, নিজের ল্যাবে ফ্রিতে টেস্ট বালুরঘাটের ব্যবসায়ীর
বুধবার একটি সাংবাদিক বৈঠকে শর্মা জানান, আপাতত লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ যদিও ট্রেন চালানোর পক্ষে মত রয়েছে রাজ্য সরকারের৷ সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ ওই চিঠিতে তিনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ট্রেন চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন৷ শর্মা বলেন, ‘‘এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে৷ শহরতলির স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের কোনও বন্দোবস্ত নেই৷ মেট্রো পরিষেবা চালু হওয়ার পর তাদের পরিকল্পনা কতখানি কার্যকরী হয়, আমরা আগে তা দেখে নিতে চাই৷ তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে৷ তবে এখনই শহরতলিতে ট্রেন চালানোর পরিকল্পনা নেই৷’’
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আরও বলেন, ‘‘কলকাতা মেট্রো দিনে সাড়ে ৬ লক্ষ যাত্রী বহন করে। সেখানে পূর্ব রেলে প্রতিদিন লোকাল ট্রেনে প্রায় ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। প্রায় ২০০টি স্টেশন রয়েছে পূর্ব রেলের। এই বিপুল সংখ্যক স্টেশনে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখা সহজ কথা নয়।’’ এছাড়াও দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের ট্রেন চালু হতেই একাধিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে৷ তার জন্যও তৈরি থাকতে হবে৷
আরও পড়ুন- রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ, উত্তরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বহু মানুষকে সমস্যায় পড়তে হয়েছে৷ বহু গরিব মানুষ কাজ হারিয়েছেন৷ বহু মানুষকে কয়েকগুণ বেশি টাকা খরচ করে অফিস যেতে হচ্ছে৷ কিন্তু সমস্যা যতই থাক, এখনই যে শহরতলিতে ট্রেন পরিষেবা চালু হচ্ছে না তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুনীত শর্মা৷