পাশে আছি আমরা! সুইস পর্বতশৃঙ্গের গায়ে ফুটে উঠল তেরঙা পতাকা

পাশে আছি আমরা! সুইস পর্বতশৃঙ্গের গায়ে ফুটে উঠল তেরঙা পতাকা

বার্ন: করোনা পরিস্থিতিতে জেরবার গোটা বিশ্ব। এরই মধ্যে সংহতির বার্তা দিল সুইজারল্যান্ড। কোভিড ১৯ আতঙ্ক ভুলে আশার সঞ্চার করল সেই দেশ। ম্যাটারহর্ন পর্বতশৃঙ্গের গায়ে দেখা গেল ভারতের জাতীয় পতাকা। আলোর মাধ্যমে দেখানো হয়েছে তেরঙা পতাকা। উদ্যোক্তাদের দাবি, করোনা সঙ্কটে ভারতের উদ্দেশ্যে সংহতি জানাতে এই পদক্ষেপ করেছে তারা।

সুইজারল্যান্ডের পর্যটন সংক্রান্ত সংস্থা জারম্যাট ম্যাটারহর্ন এহেন উদ্যোগ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তারা জানিয়েছে, 'বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতেও করোনার প্রভাব পড়েছে। বৃহত্তম রাষ্ট্রগুলির ক্ষেত্রে এই সমস্যা বেশি ভয়াবহ। এই অবস্থায় ম্যাটারহর্ন পর্বতশৃঙ্গে ভারতের জাতীয় পতাকার মাধ্যমে আমরা সংহতি জানাচ্ছি। এই পরিস্থিতি মোকাবিলায় সাহস ও আশার বার্তা দিতে চেয়েছি ভারতীয়দের।' ম্যাটারহর্ন পর্বতশৃঙ্গে আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তেরঙা পতাকা। আলোকশিল্পী হিসেবে কাজ করেছেন গ্যারি হফস্টেটার।

তিনি বলেন, 'আলো আশার কথা বলে। আমরা সবাই এই মুহূর্তে যে সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে রয়েছি, এর মধ্যে আলো জ্বালানোর অর্থ হল আমরা আশা প্রদান করছি, বিশেষ করে তা যদি পিরামিড আকৃতির দৃঢ় কোনও পর্বতের গায়ে হয়।' তিনি আরও বলেন, 'ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন, দু'-তিন অথবা চার হাজার বছর আগে তখন যদি কোনও রোগ দেখা দিত, এভাবে শিল্পের মাধ্যমেই মানুষ একত্রিত হয়ে আশা জিইয়ে রেখেছে। সব সমস্যা কাটিয়ে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার স্বপ্ন দেখেছে। একমাত্র শিল্পই পারে নতুন আশার আলো সঞ্চার করতে।'

টুইটারে সেই ছবি শেয়ার করেছেন বহু ভারতীয়। করোনা মোকাবিলায় এহেন উদ্যোগের জন্য ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার গুরলিন কৌর ধন্যবাদ জানিয়েছেন সংস্থাটিকে। তবে শুধু ভারতের জাতীয় পতাকাই নয়, কোভিড ১৯ আক্রান্ত অন্যান্য দেশের প্রতিও সংহতির বার্তা দিয়েছে তারা। ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের জাতীয় পতাকাও দেখা গেছে ম্যাটারহর্ন পর্বতশৃঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =