করোনা: ভুয়ো খবর রটালেই জরিমানা ৬ মাসের বেতন, ঘোষণা সরকারের

করোনা: ভুয়ো খবর রটালেই জরিমানা ৬ মাসের বেতন, ঘোষণা সরকারের

হ্যানয়: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর ঘটনা নতুন নয়। তবে করোনা পরিস্থিতিতে গুজব রটানোর ক্ষেত্রে প্রশাসন কড়া পদক্ষেপ করবে বলেই জানিয়েছে সরকার। এই নিয়ম জারি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তবে ভিয়েতনামের ঘটনা ব্যতিক্রম। ভুয়ো খবর রটানোর ক্ষেত্রে কড়া শাস্তি দিচ্ছে ভিয়েতনাম সরকার। গুনতে হচ্ছে মোটা টাকা জরিমানা, যা প্রায় ওই দেশের কোনও সাধারণ কর্মীর তিন থেকে ছ'মাসের বেতনের সমান বলে জানা গেছে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে।

করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে ভুয়ো খবর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর ঘটনা রুখতে অভিনব উদ্যোগ ভিয়েতনাম সরকারের। সংবাদসূত্রে জানা গেছে, প্রায় ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়ছেন সেই দেশের নাগরিকরা। সেই সংক্রান্ত পোস্টারও সাঁটা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সেখানে লেখা রয়েছে, 'ভুয়ো খবর, আসল পরিণতি'। সাধারণ জনগণের মধ্যে এই বিষয়ে সচেতন করার স্বার্থে প্রচারও চালাচ্ছে ভিয়েতনাম সরকার।

এখনও পর্যন্ত ১০০ জনের বেশি শাস্তিস্বরূপ জরিমানার মুখে পড়েছেন। নিয়ম অমান্য করলে ছাড় পাচ্ছেন না তারকারাও। ইতিমধ্যে তিনজন তারকাকে ভুল খবর ছড়ানোর অভিযোগে জনসমক্ষে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ মাসে হা তিন প্রদেশের এক মহিলা একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, করোনা সংক্রমণ তাঁর এলাকায়ও ছড়িয়েছে। যদিও সেই খবরটি ভুয়ো বলেই দাবি প্রশাসনের। ওই পোস্টটি করার কিছু সময়ের মধ্যেই পদক্ষেপ করে পুলিশ। জরিমানা দিতে হয়েছে ওই মহিলাকে।

গোটা বিশ্বে ছড়িয়েছে করোনা আতঙ্ক। আতঙ্ক ছড়িয়েছে ভিয়েতনামেও। তবে সূত্রের খবর, সেই দেশে অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড ১৯ সংক্রমণ। এখনও পর্যন্ত ২৬৭ জন আক্রান্তের খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি সেই দেশে। করোনা পরিস্থিতিতে ভিয়েতনামের এই সাফল্যের নেপথ্যে এমনই কড়া পদক্ষেপ রয়েছে বলে মনে করেন নেটিজেনদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 9 =