খুন না আত্মহত্যা? হেমতাবাদ বিধায়ক মৃত্যুতে চার্জশিট সিআইডির

খুন না আত্মহত্যা? হেমতাবাদ বিধায়ক মৃত্যুতে চার্জশিট সিআইডির

হেমতাবাদ: প্রায় দু’মাসের মাথায় হেমতাবাদের বিধায়ক মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল সিআইডি৷ বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু বলেও চার্জশিট পেশ করেছে সিআইডি৷ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগেও সিআইডি চার্জশিট পেশ করেছে৷

সূত্রের খবর, ধৃত নিলয় সিনহা ও মেহেবুব আলির বিরুদ্ধে বিধায়ক মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া-সহ প্রতারণার অভিযোগ তোলা হয়েছে৷ ধৃত ২ অভিযুক্ত এখনও সিআইডির হেপাজতে৷ সিআইডি সূত্রে খবর, চার্জশিটে ধৃত নিলয় সিনহা ও মেহেবুব আলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা অভিযোগ তোলা হয়েছে৷

গত ১৩ জুলাই বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ একটি বন্ধ চায়ের দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ বিধায়কের পকেট থেকে উদ্ধার হয় সুইসাইড নোটও৷ দেহ উদ্ধার হওয়ার দিনই পুলিশ জানিয়েছিল, সুইসাইড নোটে ২ জনের নাম রয়েছে৷ ওই নোটের ভিত্তিতে শুরু হয় তদন্ত৷ এরপর মালদহ থেকে নিলয় ও মেহেবুবকে গ্রেফতার করে পুলিশ৷ পরে ধৃতদের হেপাজতে নেয় সিআইডি৷

জানা গিয়েছে, ওই দু’জনের থেকে মোটা টাকা ধার দিয়েছিলেন বিধায়ক৷ বারবার চেয়েও সেই টাকা না পাওয়ায় হুমকি দিয়েছিল৷ দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পর ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্যে রাজনীতির ময়দানে৷ ধৃত দু’জনের বিরুদ্ধে আইপিসি ৩০৬, ৪২০ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর৷ যদিও, সিআইডির চার্জশিটে খুশি নয় বিজেপি৷ তাদের বিধায়ক আত্মহত্যা করেননি বলেও অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =