ভাষণ নয়, চাই কাজ! যুব সমাজের পায়ের শব্দে ফের কাঁপল রাজপথ

মঙ্গলবার সকলের কাজের দাবিতে শিলিগুড়ির রাজপথ প্রতিবাদী যুবদের স্লোগানে কেঁপে উঠল। মিছিলে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে 'কর্মপ্রার্থী যুবদের সঙ্গে বন্ধ হোক প্রতারণা, উঠুক আওয়াজ ভাষণ নয় চাই কাজ’, 'সবার শিক্ষা সবার কাজ' ইত্যাদি একাধিক স্লোগান তুলেছিলেন প্রতিবাদীরা। কর্মপ্রার্থী যুবদের সঙ্গে ওই মিছিলে যোগ দিয়েছিলেন একাধিক পড়ুয়ারাও।

 

শিলিগুড়ি: কাজের দাবিতে প্রতিবাদী যুবদের স্লোগানে কেঁপে উঠল শিলিগুড়ির রাজপথ৷ মিছিলে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ‘কর্মপ্রার্থী যুবদের সঙ্গে বন্ধ হোক প্রতারণা, উঠুক আওয়াজ ভাষণ নয় চাই কাজ’, 'সবার শিক্ষা সবার কাজ' ইত্যাদি একাধিক স্লোগান তুলেছিলেন প্রতিবাদীরা৷ কর্মপ্রার্থী যুবদের সঙ্গে ওই মিছিলে যোগ দিয়েছিলেন একাধিক পড়ুয়ারাও।

মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ির আবহাওয়া সুবিধার ছিল না। কিন্তু তার মধ্যেও ডিওয়াইএফআই'র প্রতিবাদ মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষিত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। বিকেলে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের সুইমিং পুলের সামনে থেকে যুবদের এই মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড, বিধান রোড হয়ে ফের কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের সামনে গিয়ে সমাপ্ত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ দার্জিলিঙ জেলা সভাপতি শচীন খাতি ও ডিওয়াইএফআই দার্জিলিঙ জেলা সম্পাদক সৌরাশীষ রায়'ও। এই মিছিলের পাশাপাশি এদিন একই দাবিতে মহকুমার খড়িবাড়ি, নকশালবাড়ি, বাগডোগরা গোঁসাইপুর এলাকার যুবরাও প্রতিবাদে সরব হয়েছিলেন।

সৌরাশীষ রায় জানিয়েছেন, কাজের দাবিতে ডিওয়াইএফআই'য়ের তরফ থেকে আগেও একাধিকবার আন্দোলন করা হয়েছে। কর্মসংস্থানের দাবিতে সংগঠন উত্তরকন্যা অভিযান ও নবান্ন অভিযান করেছিল। করোনা পরিস্থিতির আগে থেকেই দেশে বেকারত্বের সংখ্যা ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পাচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার পরেও ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, পাশাপাশি কেন্দ্র ও রাজ্য উভয়েই বেকার যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে চাকরি দেওয়ার নামে। এই প্রতারণা বন্ধ না হলে আগামীদিনে শিক্ষিত যুব সমাজ চাকরির দাবিতে ডিওয়াইএফআই'য়ের নেতৃত্বে বৃহত্তর লড়াই আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান সৌরাশীষ বাবু।

অতিমারীর সময়ে স্কুল কলেজের ফি মকুব, ছাত্রছাত্রীদের স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, জেলায় আধুনিক সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা, ১০০ দিনের কাজকে ২০০ দিনে রূপান্তরিত করা, পাশাপাশি তাকে দুর্নীতিমুক্ত করা সহ বিভিন্ন দাবিতে এদিন এসএফআই ও ডিওয়াইএফ আই আলিপুরদুয়ার সদর ও আলিপুরদুয়ার জংশন লোকাল কমিটির তরফ থেকে আলিপুরদুয়ারের মহকুমা শাসককে ডেপুটেশনও জমা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =