স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে কীভাবে হবে দুর্গাপুজো? নয়া তৎপরতা নবান্নের

স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে কীভাবে হবে দুর্গাপুজো? নয়া তৎপরতা নবান্নের

 

কলকাতা: করোনা আবহে কীভাবে হবে দুর্গা পুজো? সোমবার নবান্ন থেকে মণ্ডপ নির্মাণের বিষয়ে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের প্রস্তাব তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ক্লাব কমিটির সঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বর তিনি বৈঠকে বসবেন নবান্নে৷ পুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের আগেই এবার আগাম প্রস্তুতি শুরু করল রাজ্য প্রশাসন৷

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো৷ সেই উৎসব আয়োজনে করোনা স্বাস্থ্যবিধি যাতে কোনও ভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে এবার আগাম তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ দুর্গা পুজোর আয়োজন নিয়ে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জেলাস্তরে পাঠানো হচ্ছে বিশেষ বার্তা৷ দুর্গা পুজোর আয়োজন নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে নির্দিশ পাঠাতে চলেছে রাজ্য সরকার৷ নবান্ন থেকে বার্তা যাচ্ছে সিপি ও এসপিদের কাছে৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ যাতে প্রতিটি পুজো কমিটির সঙ্গে কথা বলে, তাও নিশ্চিত করতে বলা হচ্ছে৷ পুজোয় দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ থেকে স্বাস্থ্যবিধি পালনে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়েও পুজো কমিটির থেকে সুস্পষ্ট ধারণা নিতে হবে বলা হয়েচ্ছে পুলিশ কর্তাদের৷

নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজো আয়োজন নিয়ে সমস্ত জেলার এসপিদের কাছে বার্তা পাঠানো হয়েছে৷ কীভাবে তারা পুজোর প্রস্তুতি শুরু করছেন, সেই বিষয়ে ক্লাবগুলির সঙ্গে কথা বলা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বিধি পালন ও জীবাণুমুক্ত করার বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, পুজোর মধ্যে করোনা সচেতনতা কীভাবে করা হবে, অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে বলে খবর৷

এই মুহূর্তে রাজ্যজুড়ে ২৮ হাজার অনুমোদিত পুজো কমিটি রয়েছে৷ সমস্ত পুজো কমিটির সঙ্গে কথা বলে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা রিপোর্ট আকারে নবান্নে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে৷ ওই রিপোর্টের ভিত্তিতে পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =