কলকাতা: ময়নাতদন্তের প্রয়োজন না হলে পরিবারের হাতে হস্তান্তর করতে হবে করোনা আক্রান্তের মৃতদেহ। মৃতদেহ স্যানিটাইজ করে পরিবারের হাত তুলে দিতে হবে। করোনা আক্রান্তদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া সহ সঠিক নিয়মে সৎকার করার আর্জি জানিয়ে দায়ের করা এক জনস্বার্থ মামলার রায়ে বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷
এতদিন পর্যন্ত করোনা আক্রান্তের মৃতদেহ দেখার বা স্পর্শ করার ক্ষেত্রে পরিবারের জন্য যে বিধিনিষেধ ছিল, সেক্ষেত্রেও কিছুটা ছাড় দিয়েছে আদালত। এদিন হাইকোর্টের রায়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যে করোনা আক্রান্তদের মৃতদেহ যে বিশেষ ব্যাগে নিয়ে যাওয়া হয় সেই ব্যাগের চেন খুলে পরিবারকে শেষবারের মতো মৃতের মুখ দেখতে দেওয়ার সুযোগ দিতে হবে৷ উপযুক্ত সতর্কতা বিধি মেনে দেহ হস্তান্তর করতে হবে পরিবারকে৷ তবে হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে বা অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না৷ সরাসরি নিয়ে যেতে হবে শেষকৃত্যের জন্য৷ সেখানে যারা শেষকৃত্যের কাজ করবেন, তাঁদের কেন্দ্রের নির্দেশিকা মত সামাজিক দূরত্ব বিধি মেনে সমস্ত সর্তকতা অবলম্বন করে সেই কাজ করতে হবে। প্রয়োজনে পিপিই পড়তে হবে৷ শুধু তাই নয়, শেষকৃত্যে জন্য শ্মশানে বেশি লোক থাকার অনুমতি দেওয়া হবে না৷
এদিকে, এদিনই করোনায় মৃতদের চিতাভস্ম পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিল কলকাতা পুরসভা৷ শ্মশানে সাব রেজিস্ট্রারের ঘর থেকেই পাওয়া যাবে চিতাভস্ম৷ পরিবারের তরফে আবেদন জানানো হলেই তবেই চিতাভস্ম পাবে মৃতের পরিবার। এমনটাই সিদ্ধান্ত পুরসভার৷