পুলিশ ভরসায় চলছে রাজ্য সরকার, পুলিশহীন নির্বাচনের পক্ষে রাজ্যপালের সওয়াল

পুলিশ ভরসায় চলছে রাজ্য সরকার, পুলিশহীন নির্বাচনের পক্ষে রাজ্যপালের সওয়াল

ce1dbb73b94c1adf3cdef15f94ea1233

কলকাতা: মহালয়ার সকালের বাংলার নির্বাচন ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকর৷ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশকে দিয়ে কোনও ভাবেই নির্বাচনী কাজে ব্যবহার করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ একইসঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধে তুলেছেন গুরুতর অভিযোগ৷

সরকারকে নিশানা করতে গিয়ে রাজ্য পুলিশের ভূমিকাকেও কাঠগড়ায় তুলে রাজ্যপাল জগদীপ ধনকর৷ জানিয়েছেন, পুলিশের ভরসায় চলছে রাজ্য সরকার৷ পুলিশের ভরসায় কখনও সরকার চলতে পারে না৷ বাংলার গণতন্ত্র সুরক্ষিত রাখতে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল৷ আজ একটি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল বলেন, ‘‘কোনও সরকার পুলিশের ভরসায় চলতে পারে না৷ কোন সরকার যদি পুলিশের ওপর ভরসা করে চলতে থাকে, তাহলে গণতন্ত্রের পক্ষে কুঠারাঘাত৷ রাজ্যে পুলিশের ভরসায় সরকার চলছে৷’’

নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়েও সবর হন রাজ্যপাল৷ রাজ্যপালের মন্তব্য, ‘‘রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ এখানে নিয়ন্ত্রণ আনা ভীষণ জরুরি৷ রাজ্যে প্রথম নাগরিক হিসেবে বাংলা রক্ষা করা আমার দায়িত্ব৷ পশ্চিমবঙ্গের সমস্ত জনতাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি৷ নিশ্চয় একথা আমি রাখব৷ আমার প্রতিশ্রুতি দিচ্ছ, যেকোনও পরিস্থিতিতে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করা হবে৷ আগামী নির্বাচনে পুলিশের কোনও অংশগ্রহণ থাকবে না৷ যা এতদিন নির্বাচনকে কলঙ্কিত করে এসেছে৷ পুলিশকে রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করতে দেওয়া যাবে না৷’’

কিন্তু, রাজ্য পুলিশকে দিয়ে কেন নির্বাচন না করানোর পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল? গোটা নির্বাচন ব্যবস্থায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্ব৷ কেন্দ্রীয় বাহিনীকেও পুলিশ পরিচালিত করে থাকে৷ সেক্ষেত্রে নির্বাচনে পুলিশের অংশগ্রহণ অস্বীকার করার মতো গুরুতর দাবি বাস্তাবে আদৌও সম্ভব? জবাব মিলিতে পারে ভোটের ময়দানে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *