এবার কেন মহালয়ার ৩৫ দিন পর দেবী দুর্গার বোধন? এমনটা আবার হবে কোন বছরে?

এবার কেন মহালয়ার ৩৫ দিন পর দেবী দুর্গার বোধন? এমনটা আবার হবে কোন বছরে?

কলকাতা: সাধারণত আশ্বিনে হয় দুর্গা পুজো৷ প্রতি বছর  দেবীর আগমনের অপেক্ষায় গোটা বাঙালি সমাজ৷ প্রাণের উৎসবে মেতে ওঠে প্রকৃতি৷ কিন্তু, এবার প্রকৃতি রুষ্ঠ৷ চলছে করোনা মহামারী৷ আর এই মহামারীর আবহে আশ্বিনের বদলে কা কার্তিক মাসে মর্ত্যলোকে আসবেন দেবী৷ আজ শিউলি ঝরা পয়লা আশ্বিনে মহালয়া হলেও দেবীর বোধনের জন্য অপেক্ষা করতে হবে আরও ৩৫ দিন৷

রীতি অনুযায়ী মহালয়ার ছ’দিন পর দেবীর বোধন হয়ে আসছে৷ কিন্তু, এবার ব্যথিক্রম৷ করোনা আবহে মহালয়ার ৩৫ দিন পর ২২ অক্টোবর মহাষষ্ঠী৷ কিন্তু, কেন মহালয়ার পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষ শুরু হচ্ছে না? পঞ্জিকা বলছে, মহালয়ার পরের দিন আশ্বিন মাসের প্রথম অমাবস্যা পড়েছে৷ ৩০ শে আশ্বিন অর্থাৎ ১৬ অক্টোবর ফের  অমাবস্যা৷ অমাবস্যা তিথি শেষ হওয়ার পর শুরু হবে দেবীপক্ষ৷ একই মাসে জোড়া অমাবস্যা পড়লে যাওয়ার কারণে চলতি আশ্বিন মলমাস৷ চন্দ্র মাস ২৮ দিনের হয়ে থাকে৷ সৌর মাস ৩০ দিনের৷

প্রায় ১১ দিনের পার্থক্য থাকে৷ ৩০ দিনের পার্থক্য হলে চন্দ্র মাসের সমতা বজায় রাখতে একমাসে মলমাস ধরা হয়৷ এই নিয়মে প্রতি ২৮-৩৫ মাসের একমাস মলমাস হিসাবে ধরা হয়ে থাকে৷ প্রতি ১৯ বছর অন্তর মলমাস ফিরে আসে৷ এবছর আশ্বিন মাস মলমাস হিসাবে বিবেচিত হয়েছে৷ শেষবার হয়েছিল ২০০১ সালে৷ তার আগে ১৯৮২ সালে৷ ওই বছরগুলিতে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর ব্যবধান ছিল ১ মাসেরও বেশি৷ এই নিয়ম অনুযায়ী ২০৩৯ সালের আশ্বিন মলমাস হওয়ার কারণে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর ব্যবধান হবে এক মাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =