হাবড়া: করোনা রোগীদের উপযুক্ত পরিষেবা দেওয়ার বিষয়ে কড়া সরকারি নির্দেশিকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মৃত্যু হল এক করোনা আক্রান্তের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাবড়া হাসপাতাল চত্বরে। পরিবারের অভিযোগ সময়মতো অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত মহিলার। শুধু তাই নয়, এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় করোনা আক্রান্ত এক মহিলাকে। কিন্তু তার আধঘণ্টার মধ্যেই তাঁকে অন্য একটি হাসপাতালে রেফার করা হয়। অ্যাম্বুলেন্সের সাহায্য চাওয়া হলে, বাইরে সাঁটানো টোল ফ্রি নম্বরে ফোন করতে বলেই দায় সারে হাসপাতাল কর্তৃপক্ষ। দশটি নম্বরে ফোন করেও সাড়া মেলেনি। এরপর অঞ্চল প্রধানকে ফোনে বিষয়টি জানাতেই তিনি উদ্যোগ নেন। তবে এরপর অ্যাম্বুলেন্স আসতে বিকেল চারটে বেজে যায়। তবে এই দীর্ঘ সময় ওই রোগীকে প্রাথমিক কোনো চিকিৎসা ছাড়াই হাসপাতালের বাইরে খোলা জায়গায় শেডের নীচে পড়ে থাকতে হয়। এরপর বিকেল চারটে নাগাদ অবশেষে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও ড্রাইভারের পিপিই কিট পরতে আরও আধঘন্টা সময় চলে যায়। শেষপর্যন্ত হাবড়া হাসপাতাল চত্বরেই বিনা চিকিৎসায় মৃত্যু হয় ওই করোনা আক্রান্তের। -প্রতীকী ছবি৷