খাস কলকাতা বিজেপির গোষ্ঠিদ্বন্দ্বে চলল গুলিও, আটক ২

শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার এন্টালি অঞ্চল। জানা গিয়েছে, তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে বেলা এক দল বিজেপি সমর্থক দলের স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে উপস্থিত এক ব্যক্তিকে মারধর করারও অভিযোগ উঠেছে। আর নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ক্রমশ জটিল হতে হতে বেরিয়ে পড়ে পিস্তল। চালানো হয় কয়েক রাউন্ড গুলি।

 

কলকাতা: সামনেই ২১-এর বিধানসভা নির্বাচন। রাজ্যে অধিকার কায়েম করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। পাশাপাশি রাজ্যের গদি দখলের লড়াইও চলছে দলের অন্দরে। বর্তমানে কেউ কেউ হঠাৎ করেই খুব সক্রিয় উঠছে এমন খবরও প্রকাশ্যে আসছে। কিন্তু কলকাতার এন্টালির মতো জায়গায় গতকাল যে ছবি দেখা গিয়েছে তা সাম্প্রতিক কালে নজির গড়েছে৷ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলল কয়েক রাউন্ড গুলি। হতাহত না হলেও জখম হয়েছে কয়েকজন। পুলিশ দু’জনকে ইতিমধ্যেই আটক করেছে।

শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার এন্টালি অঞ্চল। জানা গিয়েছে, তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে বেলা এক দল বিজেপি সমর্থক দলের স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে উপস্থিত এক ব্যক্তিকে মারধর করারও অভিযোগ উঠেছে। আর নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ক্রমশ জটিল হতে হতে বেরিয়ে পড়ে পিস্তল। চালানো হয় কয়েক রাউন্ড গুলি। যদিও ঘটনায় কেউ নিহত হননি। জখম হয়েছে কয়েকজন। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় এন্টালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ জন বিজেপি সমর্থকদের এক দল তাদের দলেরই স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। মারধর করার বদলা নিতেই গোলাগুলি চলতে শুরু করে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন জখম ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের নাম নারায়ণ চক্রবর্তী ও তার সঙ্গী অক্ষয় রানা। অস্ত্র আইন সহ একাধিক মামলায় ধৃতদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে এই ঘটনার তদন্ত চালাচ্ছে এন্টালি থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =