ভরদুপুরে ৫ কিমি মিছিলে হেঁটে ভাতার তালিকায় নাম লেখালেন পুরোহিতরা

ভরদুপুরে ৫ কিমি মিছিলে হেঁটে ভাতার তালিকায় নাম লেখালেন পুরোহিতরা

465a7b9f9e79f8b4251ae7c5a2b98d22

কলকাতা: ইমাম-মোয়াজ্জিনদের মাসিক আড়াই হাজার টাকা ভাতা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী সেই ঘোষণাকে কেন্দ্র করে মামলা-মোকদ্দমা-বিতর্ক কম হয়নি৷ এবার বিধানসভা নির্বাচনের মুখে পুরোহিতদের দিকে তাকিয়ে মাসে হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মমতা৷ দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্চসিত রাজ্যের পুরোহিতদের একাংশ৷ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবার সরাসরি করোনা আবহে দূরত্ববিধি উড়িয়ে রাজপথে নামলেন কয়েক হাজার পুরোহিত৷

বসিহাট মহাকুমার এক নম্বর ব্লক৷ করোনা আবহে দূরত্ববিধি লাটে তুলে আচমকা মিছিলে পা মেলালেন প্রায় আড়াই হাজার পুরোহিত৷ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফে ডাকা হয়েছিল মিছিল৷ বসিরহাট ইছামতি ব্রিজের বোটঘাট থেকে টাকি রোড হয়ে শোনপুকুর মাঠ পর্যন্ত মিছিল চলে৷ মিছিল থেকে উঠতে থাকে স্লোগান৷ একদিকে, চণ্ডীপাঠ অন্যদিকে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি৷ সঙ্গে কানফাটানো ঢাক, ঢোল, কাশি,বিভিন্ন বাদ্যযন্ত্র শব্দ৷ 

সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দাবি, পুরোহিতদের জন্য যে ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁকে ধন্যবাদ জানাতে এই বিশাল কর্মকাণ্ডের আয়োজন৷ ভাতা পাওয়ার ঘোষণা হওয়ায় মুখ্যমন্ত্রীর পাশে থাকার কৌশলী বার্তাও দিয়েছেন ট্রাস্টের কর্তারা৷ তবে গোটা মিছিলে কোন রাজনৈতিক রং না থাকলেও, ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ, মহাদেবের আগে পড়ে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাসের ছবি৷ মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়কের ছবি থাকলেও রাজনীতি দেখছেন না ট্রাস্টের কর্তারা৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বিধায়ক পাশে আছে৷ আর সেই কারণে তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে৷  

শনিবার ভরদুপুরে টানা রোদের মধ্যে প্রায় শ’পাঁচেক পুরোহিত বসিরহাট ঘুরে মিছিল করেন৷ পাঁচ কিলোমিটার মিছিলে হাটার পর পুরোহিতদের নাম ও সই সংগ্রহের কাজ শুরু করেন ট্রাস্টের কর্তারা৷ সরকারি খাতায় এখনও পাকাপাকি নাম না উঠলেও ভাতা পাওয়ার আশায় সুদিনের স্বপ্ন বুনতে শুরু করেছেন পুরোহিতদের একাংশ৷

ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র৷ অর্থাৎ কোনও ধর্মের হয়ে প্রচার কিংবা উৎসাহ দেওয়া থেকে বিরত থাকবে রাষ্ট্র৷ কিন্তু বিধি তো আছে, পালন হচ্ছো তো? রামের নামে জমি দখল হোক কিংবা ধর্মের নামে ভাতা, সে বিতর্ক তো বহুদূর৷ ধর্মনিরপেক্ষ দেশে, ধর্মের নামে কোনও ভাতা দেওয়া যায় কি না, তা নিয়ে আইনি জট, বিতর্ক থাকলেও ভাতা ঘোষণা পুরোহিতদের একাংশ যে বেজায় খুশি, তা কার্যত ঠারেঠোরে বুঝিয়ে দিল সীমান্ত শহর বসিরহাট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *