কলকাতা: লকডাউন পর্ব থেকে শুরু হয়েছিল জনতার জন্য সস্তায় খাবার বিতরণ। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও চলছে শ্রমজীবী ক্যান্টিন। ক্যান্টিন চালাচ্ছেন সিপিএমের কর্মকর্তারা। বর্তমানে সেই সব ক্যান্টিন থেকে সস্তায় খাবার পায় মানুষ। এবার সেই একই পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। হাওড়ায় এই ক্যান্টিন চালু করেছে তারা।
ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে ‘মমতার মমতা’। এখানে পাওয়া যাচ্ছে সস্তায় সুস্বাদু খাবার। এই ক্যান্টিনে আমিষ থালির দাম ১৫ টাকা থেকে ২০ টাকা। আর যদি কেউ নিরামিষ খেতে চান, তারও বন্দোবস্ত রয়েছে। সেক্ষেত্রে দিতে হবে ১০ টাকা। ১০ টাকায় পাওয়া যাবে ভাত, ডাল ও সবজি। কেউ যদি এর সঙ্গে ডিম ও ভাজা নিতে চান তাহলে তাঁকে দিতে হবে ১৫ টাকা। আর ২০ টাকায় ডাল, ভাত ও সবজির পাশাপাশি পাওয়া যাবে মাছ। ক্যান্টিনে সপ্তাহে তিন দিন নিরামিষ আহার ও ৪ দিন আমিষ খাবার পাওয়া যাচ্ছে। এছাড়া রবিবার ২০ টাকায় ভাত ও মুরগির মাংস খাওয়ার বন্দোবস্ত থাকছে।
আরও পড়ুন: বোধন শেষে বাংলার আকাশজুড়ে উঠবে ‘ব্লু মুন’! এ কীসের ইঙ্গিত?
এই ক্যান্টিনে প্রতিদিন ২৫০ জনের রান্না হচ্ছে বলে খবর। করোনা আবহে সমস্ত শিল্পাঞ্চলের অবস্থা বেশ কাহিল। অনেক শ্রমিকের বেতন কমে গিয়েছে। রোজকার জীবন যাত্রার জন্যও হিমশিম খাচ্ছে মানুষ। প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হাওড়ার সালকিয়ায় বাবু ডাঙা ও বেলগাছিয়ায় এই ক্যান্টিন খুলেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে এত কম দামে খাবার দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু ঘাটতি পূরণে এগিয়ে এসেছেন দলের কর্মীরা। অতিরিক্ত খরচ তাঁরাই বহন করছেন। এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই বন্দোবস্ত বলে জানিয়েছেন দলের কর্মীরা।