কলকাতা: পূর্বাভাস ছিলই। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভুত হচ্ছিল। তার জেরে রবিবার সন্ধের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই সকাল থেকে আকাশে রোদ তেমন দেখা যায়নি শহরে। ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার পূর্বাভাসে এই বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
গত কয়েকদিন ধরেই গুমোট আবহাওয়ায় নগরবাসীর প্রাণ ওষ্ঠাগত। রাতেও আবহাওয়ার হেরফের তেমন কিছু ঘটেনি। নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের এই গরম থেকে সাময়িক রেহাই পাবে রাজ্যবাসী এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর। বলা হয়েছিল প্রাথমিক ভাবে হাল্কা বৃষ্টি হলেও ধীরে ধীরে গতিবেগ বাড়বে। বঙ্গোপসাগর থেকে ঢুকে নিম্নচাপের মেঘ উত্তরবঙ্গমুখী হবে। ওডিশা উপকূলের কাছে এই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চল ভাসবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
রবিবার দুই ২৪ পরগনা ও নদিয়ার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। সোমবারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। জানা গিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বুধবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান বেশ ভাল থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে স্বস্তি কিছুটা ফিরবে বলে জানানো হয়েছে। কলকাতা ও আশপাশের অঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে সোমবার সকাল থেকে। তবে তাপমাত্রার বিশেষ হেরফের তেমন চোখে পড়েনি এখনও পর্যন্ত।