করোনা: প্রয়াত পরমাণু বিজ্ঞানী ‘পদ্মশ্রী’ শেখর বসু, এএসআইয়ের মৃত্যু

করোনা: প্রয়াত পরমাণু বিজ্ঞানী ‘পদ্মশ্রী’ শেখর বসু, এএসআইয়ের মৃত্যু

নয়াদিল্লি: প্রয়াত হলেন কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের প্রাক্তন সচিব তথা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসু৷ আজ, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যকালীন সময়ে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি৷ চলছিল চিকিৎসা৷ আজ করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷

পারমানবিক গবেষণার জন্য শেখরবাবু পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন? তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন সমবেদনা৷ তাঁর পরিবারের সদস্যদের পাশে থাকার টুউট বার্তাও দিয়েছেন তিনি৷

অন্যদিকে, আজ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন হরিদেবপুর থানার এএসআই৷ মৃত্য এএসআইয়ের নাম তুষারকান্তি কোলের৷ বৃহস্পতিবার সকালে একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷ তুষারবাবুর মৃত্যুতে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করা হয়েছে৷ শোকপ্রকাশ করেছেন পুলিশ কমিশনার৷ এখনও পর্যন্ত কলকাতা পুলিশের বেশ কিছু কর্মী-আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন৷ প্রাণ গিয়েছে ১২ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 15 =