অবসরের দিনেই নিশ্চিত পেনশন, নয়া উদ্যোগ ইপিএফও’র

অবসরের দিনেই নিশ্চিত পেনশন, নয়া উদ্যোগ ইপিএফও’র

কলকাতা: এবার অবসরের দিন থেকেই তৈরি হয়ে যাবে পেনশন সংক্রান্ত নথিপত্র৷ ফলে অবসরের পর পেনশনের জন্য ছোটাছুটি করতে হবে না৷ পিএফ গ্রাহকদের জন্য অবসরের দিন থেকেই নথিপত্র ‘রেডি’ করার বিষয়ে নয়া সুবিধা চালু করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷ নয়া এই ব্যবস্থা চলতি মাসের শেষে থেকেই কার্যকর করা হচ্ছে৷ চলতি মাসে যাঁরা অবসর নেবেন, তাঁরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে ইপিএফও৷

সাধারণত অবসরের পর কর্মীদের পেনশনের নথিপত্র তৈরি হওয়ার পর প্রশাসনিক কাজে কর্ম শুরু হয়ে থাকে৷ আর সেই কাজ হতে কখনও মাস গড়িয়ে যায়, কখনও আবার বছর৷ আর তার জেরে সময়মতো পেনশন থেকে বঞ্চনার শিকার হতে হয়৷ এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে শ্রমমন্ত্রক৷ সময়মতো পেনশন দেওয়ার ক্ষেত্রে কী কী করণীয়, তা নিয়ে ইতিমধ্যেই কাজের গতি বাড়াতে চলেছে সংস্থা৷

বর্তমানে পিএফ গ্রাহকদের অবসর যে দিনেই হোক না কেন, পেনশন শুরু হয়ে থাকে ৫৮ বছর বয়স থেকে৷ বেসরকারি সংস্থার অধিকাংশ ক্ষেত্রে ৫৮ বছর বয়সে অবসর গ্রহণের চল রয়েছে৷ ফলে অবসরের দিন থেকে পেনশন চালু হলে হলে সুবিধা পাবেন কর্মীরা৷ যাঁরা ৫৮ বছর বয়সের পরও বেসরকারি সংস্থায় চাকরি করবেন, তাঁরাও পিএফের পেনশন পাবেন ৫৮ বছর বয়সেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 20 =