কলকাতা: আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী এবারের বর্ষা বিদায় পালা খানিক দেরিতে শুরু হচ্ছে। গত বছরের তুলনায় এবছর ১১ দিন পর ভারত থেকে বর্ষা বিদায়ের দিন ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি নতুন ভবিষ্যতবানীতে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ফের ভাসবে উত্তরবঙ্গ।
বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী ওড়িশা থেকে পূর্ব বিহার ও সংলগ্ন পার্বত্য এলাকার ওপর ঘূর্ণিঝড় আবর্ত তৈরি হওয়ায় গভীর নিম্নচাপ রেখা আরও একবারর স্পষ্ট হয়েছে। যার ফলে উত্তরবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও উপকূলবর্তী অন্ধ্র প্রদেশের বিস্তীর্ণ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সংগঠিত হবে। ইতিমধ্যেই টানা কয়েকদিনের বৃষ্টিতে বানভাসি হয়েছে উত্তরবঙ্গ। বর্ষা বিদায়ের পালা যত এগিয়ে আসছে ততই বাড়ছে সংশয়। অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘালয়ের একাধিক অংশে। তবে উত্তর-পূর্ব বঙ্গে সেক্ষেত্রে তেমন বৃষ্টিপাত হবে না, আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, সোমবার থেকে পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করছে। চলতি বছর ১ জুন থেকে গোটা দেশে বর্ষার মাত্রা আগের বছরের তুলনায় এ বছর ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে আরও বলা হয়েছে, ভারতে গত বছরের তুলনায় এবছর ৩০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। যেখানে দক্ষিণ ভারতে ১৬ শতাংশ বেশি বৃষ্টি এবং মধ্য ও উত্তর-পূর্ব ভারতে ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু উত্তর-পশ্চিম ভারতের ক্ষেত্রে ১৫ শতাংশ বৃষ্টিপাত কমে গিয়েছে।
১৯৬১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে পরিবর্তিত আবহাওয়া সূচি তৈরি করেছে আবহাওয়া দফতর। বর্ষা বিদায়ের সেই নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারতে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হয়েছে। সমগ্র ভারত থেকে ১৫ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।