এখনই হচ্ছে না বাংলায় নির্বাচন, স্থগিত ঘোষণা নির্বাচন কমিশনের

এখনই হচ্ছে না বাংলায় নির্বাচন, স্থগিত ঘোষণা নির্বাচন কমিশনের

 নয়াদিল্লি: এখনই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে না৷ আপাতত ওই ৭ কেন্দ্রের উপনির্বাচন স্থগিত রাখল নির্বাচন কমিশন৷

জানা গিয়েছে, রাজ্যের ফালাকাটা বিধানসভা আসনের উপনির্বাচন হওয়ার কথা৷ এছাড়াও কেরলে ২টি, অসমে ২টি, তামিলনাড়ুতে ২টি বিধানসভা আসনে উপনির্বাচন বাকি রয়েছে৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যগুলির মুখ্যসচিব ও নির্বাচনী আধিকারিকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

২০১৬ বিধানসভা নির্বাচনে ফালাকাটা আসনে সিপিআইএম প্রার্থী ক্ষিতিশ চন্দ্র রায়কে হারিয়ে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী অনিল অধিকারী৷ তবে ২০১৯ সালে ৩১ অক্টোবর তাঁর মৃত্যু হয়৷ ফলে, তখন থেকে ফালাকাটা আসনটি ফাঁকা৷ অন্যদিকে বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই৷ ততদিন পর্যন্ত আসনটি কী ফাঁকা পড়ে থাকবে? তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷

নির্বাচন কমিশন সূত্রে খবর, করোনার জন্য কোনও নির্বাচন পিছিয়ে যাবে না৷ ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ অন্যদিকে, মধ্যপ্রদেশের ২৪টি আসনের উপনির্বাচন হওয়ার কথা৷ নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়ে রেখেছে, আগামী বছর বাংলা সহ যে ৪ রাজ্যে নির্বাচন নির্ধারিত হয়ে আছে, সেখানে নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে৷ সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মে নাগাদ বাংলায় নির্বাচন হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eleven =