চাকরি নেই, তাই ছেড়ে যাচ্ছে বান্ধবী! শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধ প্রার্থীদের

চাকরি নেই, তাই ছেড়ে যাচ্ছে বান্ধবী! শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধ প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট:  মুখ্যমন্ত্রী বিয়ে করেননি কিন্তু তিনি বিয়ে করতে চান! হাসির কথা সত্যি, কিন্তু চাকরি না পেয়ে ঠিক এমনই মরিয়া হয়ে পথে নামলেন দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েস্টবেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেটস্ অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ দীর্ঘদিন ধরে বন্ধ এসএলএসটি তথা এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা। এসএসসি  পরীক্ষার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েস্টবেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেটস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের কাছে চার দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়৷

এরপর তারা দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকের অফিসের সামনে পথ অবরোধ করেন। পথ অবরোধ চলাকালীন সংগঠনের এক চাকরিপ্রার্থী বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, রাজ্য সরকারের বর্তমান নীতির ফলে সরকার তাদের চাকরি দিতে ব্যর্থ৷ তিনি সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, সরকারের এই ব্যর্থতার জন্যই উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে তারা বৃদ্ধ হওয়ার পথে৷ নিজেদের ব্যক্তিগত জীবনের কথাও এ প্রসঙ্গে টেনে আনেন ওই চাকরিপ্রার্থী৷

তাঁর দাবি, তাদের চাকরি না হওয়ার জন্য তাদের প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে৷ বান্ধবীরা অন্য সুপাত্রের সঙ্গে বিয়ে করতে বাধ্য হওয়ায় তাদের বিয়ে হচ্ছে না৷ কিন্তু তারা বিয়ে করতে চান৷ প্রিয়জনেদের পরিণয়সূত্রে বেধে রাখতেই এবার সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরকারের কাছে চাকরির আবেদন রাখলেন ওই চাকরিপ্রার্থী৷ যত দ্রুত সম্ভব এসএসসির নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি নিয়ে তারা পথে নেমেছেন বলেও জানান তিনি৷

তাদের দাবি বিএড করার পরও তারা ছয় বছর ধরে বসে রয়েছেন৷ সময় বয়ে চলেছে অথচ শুধু এসএসসি পরীক্ষার অপেক্ষায় থেকে তারা ধৈর্য হারাচ্ছেন। নিজেদের সমস্যাগুলিোকেই তারা ডেপুটেশনের আকারে এদিন জমা দিতে যান। তারা জানিয়েছেন দফতরের ভিতরে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে তার এদিন পথ অবরোধেই বসে পড়েন। তারা আরও জানিয়েছেন আগামি দিনে তাদের দাবিপূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 2 =