লিড হবেই, প্রয়োজনে বুথজ্যাম করে ভোট করাব, অনুব্রতকে ‘কথা’ দিলেন বুথ সভাপতি

লিড হবেই, প্রয়োজনে বুথজ্যাম করে ভোট করাব, অনুব্রতকে ‘কথা’ দিলেন বুথ সভাপতি

1683a909f915dde0f2fc38111f7d2be4

 

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ফের বিতর্কে অনুব্রত মণ্ডলের কর্মিসভা। দরকার হলে বুথ জ্যাম করে ভোট করানোর কথা বললেন বুথ সভাপতি। গোটা বিষয়টিই ঘটল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় একের পর কর্মিসভা করেছেন তৃণমূলের এই দাপুটে নেতা। সভায় আগের নির্বাচনের ফল ধরে ধরে চলে পর্যালোচনা।

তেমনই এক সভা ছিল বৃহস্পতিবার মুরার‌ই বিধানসভার হিয়াতনগরে। প্রতি বুথ সভাপতির মতই ভোটের মার্জিন বাড়বে কি না অনুব্রত মণ্ডল এই প্রশ্ন রাখেন পাইকর ২নম্বর পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথের সভাপতি নীলরতন মহারার সামনে৷ তখনই তেড়েফুড়ে ওঠেন নীলরতনবাবু৷ তিনি জোর দিয়ে বলতে থাকেন, তাঁর এলাকায় মার্জিন বাড়বেই৷ আর তারপরই বিতর্কিত কথাটি বলে ফেলেন নীলরতন মহারা৷ তিনি দাপটের সঙ্গে বলেন, দরকার হলে বুথ জ্যাম করে ভোট করাবেন৷

বুথ সভাপতির এই বক্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে থামান অনুব্রত৷ কিন্তু অঘটন যা হওয়ার ততক্ষণে হয়ে গিয়েছে৷ গণতন্ত্রের কথা বারবার তৃণমূলনেত্রীর মুখে ফেরে৷ অনুব্রত মণ্ডল গণতন্ত্রের কথা প্রায়শই বলেন৷ প্রশ্ন উঠেছে, ঠিক তার সামনে দাঁড়িয়ে এত জোর দিয়ে এমন সংবিধান ও গণতন্ত্র বিরোধী মতপ্রকাশ করার সাহস কী করে করেন এক সামান্য বুথ সভাপতি?  রাজনৈতিক মহল মনে করছে, কোথাও জোর না থাকলে এমন মন্তব্য করা যায় না?

বুধবারই অনুব্রতবাবুকে দাপটের সঙ্গে উত্তর দিয়ে তার প্রশংসা কোড়ান এলাকারই এক বুথ সভাপতি৷ নীলরতনবাবুও সেই পদাঙ্ক অনুসরণ করেই দাপটে উত্তর দিতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন বলে মনে করছে দলের জেলা নেতৃত্ব৷

যদিও বিষয়টিতে সরাসরি দায় অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ স্বভাবসিদ্ধ ভঙ্গীতে তিনি বলেছেন, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, কে কী বলল, সেটা দলের বক্তব্য নয়৷ তবে বিতর্ক উসকে দেওয়া এই কর্মিসভার দায় কী আদৌ অস্বীকার করতে পারবেন অনুব্রত? প্রশ্ন কিন্তু জোরদার হচ্ছে বিভিন্ন মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *