হাথরাস-কাণ্ডের মাঝেই লজ্জা বাংলায়! বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ

হাথরাস-কাণ্ডের মাঝেই লজ্জা বাংলায়! বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ

 

হাবরা: উত্তরপ্রদেশের দলিত মহিলার ধর্ষণ নিয়ে যখন সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখন বাংলা ফের ধর্ষণের অভিযোগ উঠল৷ অভিযোগ ইটভাটার কর্মী ৪২ বছরের এক মহিলাকে দরজা ভেঙে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ মহিলার সহকর্মীর বিরুদ্ধে৷ উত্তর ২৪ পরগনার হাবরা থানার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক৷ অভিযোগ, ইছাপুর আইবিএম ইটভাটায় কর্মরত ওই মহিলাকে ধর্ষণ করা হয়। অভিযোগের তির তাঁর সহকর্মী ভোলা ওড়াংয়ের বিরুদ্ধে৷

হরিণঘাটার নগরউখড়া এলাকার বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামী ইছাপুর আর বিএম ইটভাটায় কাজ করতেন৷ ওখানেই থাকতেন তিনি৷ অভিযোগ ৩০ সেপ্টেম্বর রাতে তাঁকে বাড়ির দরজা ভেঙে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইটভাটায় তাঁর সহকর্মী ভোলা ওড়াং। এরপরই গোটা ঘটনা নিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷ হাবরা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷ তবে অভিযোগকারী মহিলার বিরুদ্ধে এলাকাবাসীর প্রচুর অভিযোগ রয়েছে৷ তাদের দাবি, মদ্যপ অবস্থায় ওই মহিলা যেখানে সেখানে পড়ে থাকতেন৷  
 

তবে অভিযোগকারী মহিলার জোর দাবির ভিত্তিতে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ভোলা ওরাংকে বারাসত আদালতে তোলা হয়৷ একদিকে যখন উত্তরপ্রদেশের হাথরসে মহিলাকে ধর্ষণ নিয়ে সরব খোদ এরাজ্যের মুখ্যমন্ত্রী। যখন নিজের জনসভায় তিনি বলেন, তিনি সেরাজ্যের দলিত, কৃষক, দরিদ্র, না খেতে পাওয়া মানুষদের পাশে থাকতে চান, টর্চ নিয়ে তিনি তাদের জীবনে আলোর দিশারীর কাজ করতে চান৷ ঠিক তখনই তাঁরই রাজ্যে রাতে ঘরের দরজা ভেঙে মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ এভাবে এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ প্রশ্ন উঠেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শাসকদলের নেতৃবৃন্দ ভিনরাজ্যে ধর্ষিতার পরিবারের পাশে দাঁড়াতে চান, প্রতিনিধিদল পাঠিয়ে খবর নিতে গিয়ে হেনস্থার মুখে দাঁড়িয়ে সত্যের সঙ্গে থাকার দাবি জানান, সেই রাজ্যে এ হেন ধর্ষণের ঘটনা ঠিক কোন ছবিটা তুলে ধরে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =