মহাকাশে ভাসছে UFO! ভিডিও শেয়ার করল পেন্টাগন, দেখুন সেই ভিডিও

মহাকাশে ভাসছে UFO! ভিডিও শেয়ার করল পেন্টাগন, দেখুন সেই ভিডিও

পেন্টাগন:  ‘কোই মিল গয়া’!  মহাকাশে কি তবে সত্যি দেখা মিলল জাদুর? পেন্টাগনের প্রকাশিত এক ভিডিও উস্কে দিল সেই প্রশ্নই৷ 

সোমবার আনুষ্ঠানিকভাবে এক অজানা উড়ন্ত বস্তু বা আনআইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্টের (ইউএফও) ভিডিও প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন৷ ভিডিওটি খুব স্বচ্ছ না হলেও, ইনফ্রারেড ক্যামেরায় যে ছবিটি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে একটি বস্তু খুব দ্রুত গতিতে উড়ে চলে যাচ্ছে৷ এই উড়ন্ত বস্তুটি কি? তা নিয়েই চলছে জল্পনা৷ প্রসঙ্গত, এর আগে একটি বেসরকারি কোম্পানি ইউএফওর ভিডিও প্রকাশ করেছিল। 

এই ভিডিওটি তুলেছে মার্কিন নৌবাহিনীর পাইলটরা৷ যা দেখে রীতিমতো হতবাক নেভি অফিসররা। অনেকে আবার মনে করছেন, সম্ভবত এটি কোনও ড্রোন৷ মার্কিন নৌবাহিনীর পাইলটরা ইউএফও দেখলে কী পদক্ষেপ করবে, সে বিষয়ে তাদের একটি গাইডলাইন দেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসেই এই ভিডিওটি সম্পর্কে জানিয়েছিল মার্কিন নেভি৷ কিন্তু সোমবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল পেন্টাগন৷

পেন্টাগনের মুখপাত্র সু গফ এক বিবৃতিতে বলেন, ‘‘ইউএফও-র ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনার অন্ত নেই৷ এই জল্পনা দূর করতেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে৷’’ তিনি আরও বলেন, ‘‘এই ভিডিওতে বিশেষ কোনও প্রযুক্তি ব্যবহার করা হয়নি। তবে বিষয়টি পর্যালোচনা করে আমরা নিশ্চিত, ওই সময়ে আকাশে  প্রতিরক্ষাবাহিনীর কোনও ড্রোন বা অন্য কোনও বস্তু সেখানে ছিল না।’’

ভিডিওটি ২০১৭ সালের ডিসেম্বর ও ২০১৮ সালের মার্চের মধ্যবর্তী সময়ে প্রকাশিত হয়েছিল। ইউএফও নিয়ে গবেষণা করা আমেরিকার একটি বেসরকারি প্রতিষ্ঠান দ্য স্টারস অ্যাকাডেমি অব আর্টস এন্ড সায়েন্সেস এটি প্রথম প্রকাশ করে। ২০১৭ সালে সিএনএনকে দেওয়া  সাক্ষাৎকারে এক পাইলট জানিয়েছিলেন যে, তিনি ২০০৪ সালে মহাকাশে দ্রুত গতিতে ছুটে যাওয়া একটি অজানা বস্তু দেখত পেয়েছেন৷ এই বস্তুটির গতি এতটাই দ্রুত ছিল, যে তা ব্যখ্যা করে বোঝানো সম্ভব নয়৷

ইউএফও নিয়ে আমজনতার মনে উৎসাহের অন্ত নেই৷ তবে ইউটিউব সহ একাধিক সাইটে ইউএফও দাবি করা ভিডিওগুলোর বেশিরভাগই এডিট করা এবং ভুয়া হয়ে থাকে। এবার মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে ইউএফও-র ভিডিও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত হল এর সত্যতাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =