কলকাতা: রাজ্য সরকারি দফতরে সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ থেকে শুরু করে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আগামী কাল নবান্নে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে মিছিলের প্রস্তুতি৷ ইতিমধ্যে বিজেপি রাজ্য দফতরে হাজির হতে শুরু করেছেন শয়ে শয়ে নেতাকর্মীরা৷ একদিকে যেমন বিজেপির তৎপরতা শুরু হয়েছে, অন্যদিকে আগামীকাল ও পরশু দু’দিনের জন্য বন্ধ থাকছে রাজ্যের প্রশাসনিক সদর কার্যালয় নবান্ন!
নবান্ন সূত্রে খবর, করোনা আবহে জীবাণুমুক্ত করার জন্য আগামীকাল ও পরশু বন্ধ থাকবে নবান্ন৷ তবে সরকারি ভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি৷ তবে, বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও নবান্নের সরকারি কর্মচারীদের মুখে মুখে ঘুরতে শুরু করেছে আগামীকাল নবান্ন বন্ধ থাকার খবর! যদিও এর আগে যতবার নবান্ন জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে, সবটাই হয়েছে সপ্তাহের শেষে৷ কিন্তু, এবার যুব মোর্চার নবান্ন ঘেরাও অভিযানের দিনে হঠাৎ নবান্নের জীবানুমুক্ত করার কারণে বন্ধ থাকার খবর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ যদিও বিজয় রাজনৈতিক কর্মসূচির সঙ্গে নবান্নের জীবাণুমুক্ত করার বিষয়ে কোনও যোগ দেখছেন না নবান্নের কর্মচারীরা৷
সরকারিভাবে বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জানি না হলেও সপ্তাহের মাঝে দু’দিনের জন্য নবান্ন বন্ধের খবর ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷ রাজ্য সরকারি দফতরে নিয়োগের দাবি জানিয়ে আগামীকাল জোরদার মিছিলের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি৷ মিছিলের রুটও ঠিক করে ফেলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ মুরলীধর সেন লেন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে এমজি রোড, হাওড়া ব্রিজ হয়ে মিছিল নবান্নে যাওয়ার কথা রয়েছে৷ তবে সেই মিছিল রুখতে ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনাও শুরু করে দিয়েছে পুলিশ৷ তৈরি হচ্ছে জলকামান, ব্যারিকের্ড, কাঁদানে গ্যাস! একদিকে জীবাণুমুক্ত করার জন্য নবান্ন বন্ধ রাখার খবর, অন্যদিকে বিজেপির যুব মোর্চার মিছিল, পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পুলিশি তৎপরতা, সব মিলিয়ে আগামীকাল ধুন্ধুমার পরিস্থিতির অপেক্ষায় রয়েছে গোটা বাংলা৷