কলকাতা: দুর্গা পুজোর ক্লাবকে কেন অনুদান? প্রশ্ন তুলে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা৷ এবার মামলা দায়ের করলেন সিটু নেতা সৌরভ দত্ত৷ মামলাকারী সৌরভ দত্তের অভিযোগ, সরকারি অনুদান দেওয়ার ঘোষণা সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী৷ একই সঙ্গে পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে? তা নিয়েও মামলা দায়ের করেন তিনি৷ আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি রয়েছে৷ দু’টি মামলা শুনবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷
তৃণমূল সরকারের আমলে ২০১৮ সালের দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে পুজোর অনুদান নিয়ে আসছে রাজ্য সরকার৷ ২০১৯ সালে তা এক লাফে বেড়ে হয়েছিল ২৫ হাজার টাকা৷ এবার করোনা আবহে সেই অনুদান ৫০ হাজার করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মামলাকারীর অভিযোগ, সরকারি এই সিদ্ধান্ত সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতিতে ক্ষতিগ্রস্থ করতে পারে৷ ফলে, গোটা বিষয়টি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টে মামলা৷ দাবি, দুর্গাপুরের আইএনটিইউসি নেতা সৌরভ দত্তের৷
পুজো কমিটিকে অনুদান দেওয়ার বিষয়ে মামলাকারীদের অভিযোগ ছিল, রাজ্য বয়ান বদল করে একসময় ট্রাফিক পুলিশের ‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’ প্রজেক্টে এই টাকা দিচ্ছে৷ এই নিয়েও দায়ের হয়েছিল মামলা৷ স্থগিতাদেশ দেয় হাইকোর্ট৷ সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়৷ রাজ্য ও কলকাতা পুলিশের মাধ্যমে টাকা দেওয়া যাবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদলত৷ তবে সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি৷
জানা গিয়েছে, ২০১৯ সালে দুর্গাপুজো কমিটিগুলিকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করে রাজ্য৷ একই সঙ্গে রাজ্য পুরোহিত ভাতা দেওয়ার কথা বলা হয়েছে৷ বার দুর্গাপুজো কমিটিকে করোনা আবহে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ মামলাকারীর অভিযোগ, এই ঘোষণা ধর্মনিরপেক্ষতাকে আঘাত করা হয়েছে৷ আইনজীবী সালোনি ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি আদালতে বুধবার জমা দেবেন তাঁরা৷
গত ২৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, করোনার কারণে এবার মাথ হাত পড়েছে পুজো কমিটিগুলির৷ বিজ্ঞাপন নেই৷ ফলে, পুজো করতে যাতে কমিটিগুলিকে যাতে কোনও সমমস্যায় পড়তে না হয়, তার জন্য এবার পুজোর অনুদান দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ জানান, এবার পুজোয় দমকম ও প্রশাসন কোনও অর্থ নেবে না৷ বিদ্যুতে মিলবে ৫০ শতাংশ ছাড়৷ সঙ্গে এবার মিলবে ৫০ হাজার টাকা অনুদান৷
এর আগে ২০১৮ সালে ১০ হাজার টাকা থেকে বেড়ে ২০১৯ সালে করা হয় ২৫ হাজার৷ মহিলা পরিচালিত পুজোগুলি বাড়তি আরও ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ পর্যবেক্ষকদের মতে, মমতা দুর্গাপুজোর বিরোধী বলে বিজেপি যে-প্রচার চালাচ্ছে, তাতে জল ঢেলে অনুদান দ্বিগুণ বৃদ্ধি তারও পরোক্ষ জবাব৷ আগামী বছর বিধানসভা নির্বাচন৷ ভোটের আগে সরকারি দফরতে অপ্রয়োজনীয় খরচ কমাতে তৃতীয় দফায় বিধিনিষেধ জারু করেছে রাজ্য৷ করোনা আবহে সরকারের আয় কমলেও পুরোহিত ভাতা ঘোষণা করে চলতি মাসেই চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ধর্মগুরুদের ভাতা দেওয়ার ঘোষণার পর পুজোর অনুদান একলাফে দ্বিগুণ করার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷