বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় ভাল কোন রেকর্ডিং স্টুডিও নাথাকায় উত্তরবঙ্গের এই জেলার সঙ্গীতশিল্পীদের গান বা কোনও সাউন্ড রেকর্ডিংয়ের জন্য ছুটে যেতে হত ভিন জেলা কিংবা সেই দক্ষিণবঙ্গের কলকাতায়। জেলার এই অভাবের কথা ভেবেই নেওয়া হল উদ্যোগ। বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুরের সঙ্গীতশিল্পীদের জন্য তৈরি হলো আস্ত একটি রেকর্ডিং স্টুডিও। ভেনাস রেকর্ডিং স্টুডিও নামে রেকর্ডিং স্টুডিওতে রয়েছে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা। 9 অক্টোবর এই অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিওর উদ্বোধন করেন ডি আই জি মালদা রেঞ্জ প্রসূন ব্যানার্জি।
পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বি বি লেপচা, দক্ষিণ দিনাজপুর জেলার জার্নালিস্ট ক্লাবের সম্পাদক শংকর দাস, সহসম্পাদক শঙ্কু কর্মকার সহ অন্যান্য বিশিষ্টজনরা। জানা গেছে এই ভিডিওতে লাইভ কনসার্টের ব্যবস্থা থাকবে। এতদিনে জেলায় একটি অত্যাধুনিক মানের স্টুডিও পাওয়ায় খুশি জেলার সঙ্গীতশিল্পীরা।