পুজোর মুখে ঘূর্ণিঝড়? বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ! প্রভাব পড়বে বাংলায়?

পুজোর মুখে ঘূর্ণিঝড়? বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ! প্রভাব পড়বে বাংলায়?

 

 
কলকাতা: পুজোর মুখে ফের বাংলায় তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়! সোশ্যাম মিডিয়া ও বাংলার কিছু দায়িত্বজ্ঞানহীন নিউজ পোর্টাল সম্প্রতি ঘূর্ণিঝড়ের গুজব ছড়িয়েছে৷ একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে পুজোর আগে ঘূর্ণিঝড়ের গুজবেকে কেন্দ্র করে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ কিন্তু, ভুয়ো খবরে আতঙ্কিত হবে না৷ উৎসবের আগে বাংলায় এখন কোনও ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি কেন্দ্রীয় আবহাওয়া দফতর৷ এখনও পর্যন্ত জারি হয়নি ঘূর্ণিঝড়ের কোনও সতর্কতা৷

আলিপুর আবহাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে, শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ৷ তবে, শক্তি বাড়লেও নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না বাংলায়৷ আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বাংলায় নিম্নচাপের কোনও প্রভাব পড়ার কোনও সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস৷

আবহাওয়া দফরের পূর্বাভাস বলছে, আগামীকাল রয়েছে করাটা৷ কারণ ওই দিন উত্তর আন্দামান সাগর এলাকায় ফের একটি নিম্নচাপ তৈরি হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর৷ তবে, ওই নিম্নচাপটির অভিমুখ কোন দিকে থাকবে তা এখনও জানানো হয়নি হাওয়া অফিসের তরফে৷

এই মুহূর্তে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরের উপর অগ্রসর হচ্ছে, তার উৎপত্তিস্থল উত্তর আন্দমান সাগরের৷ তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হতে শুরু করেছে বলে খবর৷ ইতিমধ্যে তার শক্তিও কিছুটা বেড়েছে৷ আজ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে হওয়ার সম্ভাবনা রয়েছে৷ অতি গভীর নিম্নচাপে পরিণত হলে তার অভিমুখ কী হবে, তা এখনও জানানো হয়নি৷ তবে, নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হলে ঘূর্ণিঝড়েও আশঙ্কা থাকতে থাকতে পারে৷ যদি কোনও অঘটন ঘটে, তাহলে রবিবার সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিয়ে তথ্য দিতে পারবে হাওয়া অফিস৷ নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা, দক্ষিণ ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, গুজরাতের বৃষ্টির বাড়তে পারে৷

অক্টোবর-নভেম্বর, এই দু’মাসে উত্তর আন্দমান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি থাকে৷ সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে যায়৷ ফলে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করে আবহাওয়া দফতর৷ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আদৌ তৈরি হয় কি না, অভিমুখ কোন দিকে থাকতে পারে, সব দিক খতিয়ে দেখছেন আবহাওয়াবিদরা৷ এই সময়ে বঙ্গোপসাগরে যদি কোনও নিম্নচাপ তৈরি হয়, তাহলে তা তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিকেও যেতে পারে৷ তবে, এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনও পূর্বভাস পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =