BIG BREAKING: বন্ধ হোক এবারের দুর্গোৎসব, জনস্বার্থ মামলা হাইকোর্টে

BIG BREAKING: বন্ধ হোক এবারের দুর্গোৎসব, জনস্বার্থ মামলা হাইকোর্টে

 

কলকাতা: করোনা আবহে এবছর বন্ধ রাখা হোক বারোয়ারি দুর্গাপুজো৷ এই দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা৷ সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে৷

হাওড়ার বাসিন্দা অজয় দে এই মামলা দায়ের করেছেন৷ মামলার আবেদনে কেরলের ওনাম উৎসবের পর করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলার দুর্গোৎসব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ কেরলের মতো বাংলায় উৎসব পালিত হলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে আবেদনে৷ এই প্রসঙ্গে মহারাষ্ট্রে গণেশ পুজো উৎসব এবং মহরম উৎসব অনুমতি দেওয়া হয়নি বলেও জানানো হয় মামলার আবেদনে৷ সবকিছু বিবেচনা করে বাংলায়  দুর্গাপুজোর উৎসব বন্ধের আবেদন জানানো হয়েছে৷ সম্ভবত মামলাটি বৃহস্পতিবার উঠবে হাইকোর্টে৷ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই মামলা লড়বেন বলে আদালত সূত্রে খবর৷

করোনা সতর্কতা মাথায় রেখে ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ রাজ্য সরকারের তরফেও জারি করা হয়েছে গাইডলাইন৷ কীভাবে মণ্ডপ তৈরি করা হবে, ভিড় নিয়ন্ত্রণ, সিঁদুর খেলা, বিসর্জন নিয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে রাজ্য প্রশাসন৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত সাবধানতা অবলম্বন করা হয়েছে৷ দীর্ঘ লকডাউনে আর্থিক সমস্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই অনুমোদিত কয়ের হাজার ক্লাবকে ৫০ হাজার টাকা করে সরকারি অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ বাংলার প্রাণের উৎসব পালনে ছাড় দেওয়া হলেও সাধারণ জনতাকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

সরকারের তরফে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হলেওলে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকদের বড় অংশ৷ তাঁদের দাবি, উৎসবের দিনগুলিতে সংক্রমণের হার ৩ থেকে ৫ গুন বেড়ে যেতে পারে৷ সংক্রমণ যদি বেড়ে যায়, তাহলে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো সঠিকভাবে পাওয়া যাবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকদের একাংশ৷ ফলে আগামী দিনে দুর্গাপুজো আয়োজন ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে৷ করোনা আবহে এবার দুর্গোৎসবে আদৌও ছাড় মিলবে কি না, তা নির্ভর করছে আদালতের নির্দেশে উপর৷ তবে, জনস্বার্থে কথা মাথায় রেখেই চূড়ান্ত নির্দেশ দিতে চলেছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =