কেন চলছে না লোকাল ট্রেন? মুখ্যমন্ত্রীকে উদ্যোগী হওয়ার আর্জি মান্নান-সুজনদের

কেন চলছে না লোকাল ট্রেন? মুখ্যমন্ত্রীকে উদ্যোগী হওয়ার আর্জি মান্নান-সুজনদের

 

নয়াদিল্লি: একই রেল৷ পরিস্থিতিও এক৷ কিন্তু, বাংলাকে বঞ্চিত রেখে মুম্বইয়ে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা৷ বাংলায় পরিষেবা কবে চালু হবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও করোনা আবহে মুম্বইয়ে সাধারণ যাত্রীদের নিয়ে ছুটছে লোকাল৷ মুম্বইয়ে পরিষেবা স্বাভাবিক হলেও বাংলায় এখনও লোকাল ট্রেন চালুর বিষয়ে নিরুত্তর রেল ও রাজ্য সরকার৷ পুজোর আগে লোকাল ট্রেন চলাচল না করলে জনজীবনে তার বিরাট প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ দিকে দিকে বাড়ছে সাধারণ যাত্রীদের বিদ্রোহ৷ সোনারপুর থেকে শুরু হওয়া বিদ্রোহ পৌঁছে গিয়েছে হাওড়া, হুগলীতে৷ দিকে দিকে বাড়ছে ক্ষোভ৷ এবার সেই ক্ষোভ লাঘব করতে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল বাম-কংগ্রেস৷

আসছে পুজো৷ পুজোর আগে সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নিক রাজ্য৷ কেননা, লোকাল ট্রেন না চলার কারণে জেলায় জেলায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিপদ আরও বাড়বে পারে বলেও মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন উদ্বোগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ চিঠিতে মান্নান-সুজনদের দাবি, করোনা সতর্কতা মাথায় রেখে ঠিক যেভাবে মেট্রো পরিষেবা চালু হয়েছে, ঠিক তেমনই লোকাল ট্রেন চালু হোক৷ রাজ্যের তরফে এনিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসারও দাবি জানিয়েছেন তাঁরা৷ যদিও, বাংলায় লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল রেল৷ সূত্রের খবর, সেই প্রস্তাবে এখনও কোনও জবাব দেয়নি রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিরোধী দলের তরফে দাবি করা হয়েছে, আনলক পর্বে দোকান-বাজার, অফিস-কাছারি সব খুলে গিয়েছে৷ পুজোর কেনাকাটাতেও চলছে৷ রুটি-রুজির টানে সাধারণ মানুষকে তাঁদের কর্মস্থলে যেতে হচ্ছে৷ কিন্তু গণপরিবহণ ব্যবস্থা এখনও দুর্বল৷ মিলছে না পর্যাপ্ত বাস৷ গন্তব্যে যেতে খরচ বাড়ছে৷ শহরতলিতে লোকাল ট্রেন চালু না হলে গণবিক্ষোভ আরও বাড়তে পারে বলেও করা হয়েছে আশঙ্কা৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, আগাম সতর্ক করে লোকাল চালানোর বিষয়ে পদক্ষেপ করা উচিত বলেও দাবি তোলা হয়েছে চিঠিতে৷ সমস্যা সমাধানে রেলের সঙ্গে কথা বলে দ্রুত লোকাল ট্রেন চালু করতে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতেও আর্জি জানানো হয়েছে বাম-কংগ্রেসের তরফে৷

করোনা আবহে সেই মার্চ থেকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা৷  করোনা-কালে ধাপে ধাপে সবকিছু চালু হয়ে গেলেও লোকাল ট্রেনে এখনও রয়েছে লকডাউনের গেরো৷ একদিকে করোনা আহবে প্রভাবিত জীবন, লকডাউনে ক্ষতিগ্রস্ত জীবিকা৷ তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলছে জীবিকা বাঁচানোর লড়াই৷ করোনাকালে আগ্নিমূল্য বাজার, তার উপর দ্বিগুন বাস ভাড়া৷ আগে গন্তব্যে পৌঁছতে যত টাকা খরচ করতে হত সাধারণ যাত্রীদের, আজ সেই পথ যেতে লেগে খবর পড়েছে দ্বিগুন৷ সব মিলিয়ে নেজেহাল আম জনতা৷ আর এই পরিস্থিতির মধ্যে রয়েছে পুজো৷ ফলে, পুজোর আগে লোকাল ট্রেন না চললে পরিস্থিতি যা আরও ভয়ঙ্ককর হয়ে উঠতে পারে, তা বেমালুন জানে রাজ্য ও রেল কর্তৃপক্ষ৷ সাধারণ জনতা সমস্যায় পড়লেও এখনও নিরুত্তর প্রশাসন৷ আর তাতেই বাড়ছে জনতার ক্ষোভ৷ কেননা, বহু মানুষের অন্নসংস্থানের প্রধান মাধ্যম লোকাল ট্রেন৷ সেটাই যদি দীর্ঘ দিন ধরে বন্ধ থাকে, তাহলে কীভাবে চলবে সাধারণের জীবন? সাধারণ যাত্রীদের ক্ষোভ-বিক্ষোভের যথেষ্ট কারণ আছে৷ কিন্তু, তাতে কি? লোকাল ট্রেনের পরিষেবা নিয়ে ‘বিড়ালের গলায় ঘণ্টা’য় আর বাঁধা হয়ে উঠছে না রাজ্য ও রেলের সমন্বয়ের কারণে৷

করোনা মহামারী আবহে রেল কর্মী ও জরুরি কাজে যুক্তদের জন্য ইতিমধ্যেই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ৷ কিন্তু সেই স্পেশাল ট্রেনে ওঠার দাবি জানিয়ে চুঁচুড়া স্টেশনে এবার বিক্ষোভ দেখালেন স্থানীয় যাত্রীরা৷ রেল লাইনে লোহার রড, গাছের ডাল ফেলে রেল অবরোধ করলেন ক্ষুব্ধ যাত্রীদের একাংশ৷ গতকাল হুগলীর পান্ডুয়া-সহ বিভিন্ন স্টেশনে হয়েছে বিক্ষোভ৷ আজ নতুন করে চুঁচুড়ায় রেল অপরাধের ঘটনায় অতিসক্রিয় হয়ে উঠেছে রেলপুলিশ৷ অন্যদিকে একই দাবি জানিয়ে সোনারপুরে সাধারণ যাত্রীদের একাংশ ইতিমধ্যেই লোকাল ট্রেন ভাঙচুরের চালিয়েছেন৷ সোনারপুর লোকাল ভাঙচুরের পর থেকেই রাজ্যের প্রতিটি লোকাল ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রেল কর্তৃপক্ষ৷ অবাঞ্চিত যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে, সাধারণ যাত্রীরা কবে থেকে পরিষেবা পাবেন, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করতে নারাজ রেল কর্তৃপক্ষ৷ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + thirteen =