নিজস্ব প্রতিনিধি, বোলপুর: দলের ভিতরের দুর্নীতির দিকে বারবার অঙ্গুলি নির্দেশ করছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কিছুদিন আগেই দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের পর এবার মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বিধানসভা নির্বাচনের আগে নিজেদের দলের ভিতরের লড়াইটাকে সামনে টেনে এনে তা দূর করতে চাইছেন তাঁরা।
বীরভূমের এই তৃণমূল নেতার দাবি বিজেপির সঙ্গে লড়াই নয় লড়াই দলের ভিতর হয়ে চলা দুর্নীতির সঙ্গে। দলের নেতাদের একাংশের খাওয়া দাওয়া নিয়ে মন্তব্য করে এমনই ইঙ্গিত দিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সি্ংহ। তাঁর দাবি দলের সাব কমিটিকে না ডাকার কারণ ভাগ কমে যাওয়ার আশঙ্কা। তিনি সরাসরি বলেন লড়াই বিজেপির সঙ্গে নয় লড়াই নিজেদের সঙ্গে এবং আরএসএসের সঙ্গে। বিজেপির মাদার অর্গানাইজেশন আরএসএসের নাম তোলার পর চন্দ্রনাথবাবু বলেন দলীয় সভার পর পিছনে অনেকে অনেক কথা বলছেন। এটাই দলের সঙ্গে শত্রুতা করা।
তবে বীরভূমের এই হেভিওয়েট নেতা তথা রাজ্যের মৎস্যমন্ত্রীর এই বক্তব্যকে লুফে নিয়েছে বিজেপি। তাদের দাবি তৃণমূলের ভিতর অন্তর্কলহের জেরেই মন্ত্রীর মুখে এসব কথা শোনা যাচ্ছে। বিজেপি নেতাদের দাবি এই কলহ দিনের পর দিন বাড়বে ফলে বিজেপির অগ্রগতিও বাড়বে এবং তৃণমূল পিছিয়ে পড়বে।
সামনেই বিধানসভা নির্বাচন আর তাকে ঘিরে ঘর গোছানোর কাছে ব্যস্ত সব দল। বিভিন্ন ভাবে চলছে প্রস্তুতি পর্ব। এর মধ্যেই তৃণমূলের নেতাদের একাংশ যখন দলীয় সভায় কর্মীদের চাঙ্গা করতে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন, কেউ আবার বিরোধীদের তীব্র সমালোচনা করছেন। তেমনই চন্দ্রনাথের মত বেশ কিছু নেতা দলের নেতা কর্মীদের দুর্নীতি রোধে হুঁশিয়ারি দিতেও শুরু করেছেন। তাঁদের দাবি নিজেদের ভিতরে লড়াই করে শক্তিক্ষয় না করে দুর্নীতি রোধ করে লড়াই চালাতে হবে। এদিকে এর ফলে শাসকদলের ভিতরের কথা প্রকাশ্যে চলে আসায় ফায়দা লোটার চেষ্টা করছে বিরোধীরা। ফলে আদৌ এই পন্থা নির্বাচন জয়ের উপায় হিসেবে কাজ করবে কিনা তা নিয়ে ধন্দে রাজনৈতিক মহল।