এবার হবে ‘নিরাপদ পুজো’র প্রতিযোগীতা! কারা কতটা মানছে সতর্কতা?

এবার হবে ‘নিরাপদ পুজো’র প্রতিযোগীতা! কারা কতটা মানছে সতর্কতা?

কলকাতা: বাঙালীর শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজো৷ বাংলার সবচেয়ে বড় উত্সব দুর্গাপুজো৷ তাই করোনা আবহের মধ্যেও পালিত হচ্ছে এই পুজো৷ তবে পুজো হলেও মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে সতর্ক থাকতে হবে মানুষকে৷ বেধে চলছে হবে সমস্ত স্বাস্থ্যবিধি৷ এবার নিরাপদ পুজোর প্রতিযোগীতা করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি৷ নিউটাউন এলাকায় কোন কমিউনিটির পুজো সব স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ভাবে হচ্ছে সেদিকে নজর রাখবে এনকেডি৷ প্রতিবছরই সেরা পুজো, সেরা প্রতিমা ও সেরা প্যান্ডেলের প্রতিযোগীতা রাখে এনকেডিএ৷ তবে এবার সেই প্রতিযোগীতাতে এসেছে বদল৷

নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির তরফ থেকে জানানো হয়েছে যে এবারে নিউটাউন এলাকায় সরবরকম কোভিড সতর্কবিধি মেনে পুজো হবে সেই পুজোর পাবে সেরার শিরোপা৷ এই কমিটির সদস্যরা পুজোর সময় সকাল ১০টা থেকে বেলা ৩ টে পর্যন্ত নিউটাউনের পুজো পরিক্রমায় বের হবে৷ তারা সমস্ত পুজো প্যান্ডেলগুলিতে ঘুরে দেখার পর সিদ্ধান্ত নেবেন যে কোন পুজো সবথেকে নিরাপদে করা হচ্ছে৷ এনকেডিএর ওয়েবসাইডে প্রকাশ করে দেওয়া হবে ফলাফল এবং প্রাইজ দেওয়া হবে ডিসেম্বর মাসে৷

এই পুজো কমিটির তরফ থেকে বলা হয়েছে নিউটাউনের পুজো প্যান্ডেলগুলির যাতে তিন দিক খোলা থাকে৷ একইসঙ্গে বলা হয়েছে, নো মাস্ক নো এন্ট্রি মেনে চলতে৷ তার অর্থ পুজো প্যান্ডেলে কেউ যদি মাস্ক পড়ে না আসে তাকে ঢুকতে দেওয়া হবে না৷ প্যান্ডেলে ঢোকার মুখে স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখার কথা উল্লেখ করেছে পুজো কমিটি৷ পাশাপাশি জানানো হয়েছে এবার কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে না৷ মুনবিম আবাসন উত্সব কমিটির সদস্য শুভ দাশগুপ্ত জানিয়েছেন, এবার তারা অনলাইনে অঞ্জলীর ব্যবস্থা করার কথাও ভাবছেন৷ একইসঙ্গে এবারের বিসর্জনেও কোনও ধরণের জমায়েত করা যাবে না বলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =