পুরোহিত ভাতায় দুর্নীতি? বাংলার সমস্ত মন্দিরের তালিকা তৈরির নির্দেশ নবান্নের

পুরোহিত ভাতায় দুর্নীতি? বাংলার সমস্ত মন্দিরের তালিকা তৈরির নির্দেশ নবান্নের

কলকাতা: পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনাকালে কেন ক্লাবগুলিকে মোটা টাকায় সরকারি অনুদান দেওয়া হচ্ছে? তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের দিকে একের পর এক প্রশ্ন ছুঁয়েছে কলকাতা হাইকোর্ট৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা সঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তর ফারাক আছে বলেও পর্যবেক্ষণ জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ পুজোর অনুদান নিয়ে যখন হাইকোর্টে প্রশ্নের রাজ্য, ঠিক তখন বাংলার সমস্ত মন্দির ও পুরোহিতদের তালিকা তৈরির জন্য জেলা শাসকদের নির্দেশ পাঠাল নবান্ন৷

রাজ্য পরিবর্তনের সরকার আহার পর ইমাম-মোয়াজ্জিন ভাতা চালু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ মাসিক তাঁদের আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হয়৷ এবার বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের সনাতন ধর্মের পুরোহিতদের মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই তা নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ পুরোহিত ভাতার তালিকা ঘিরেও ইতিমধ্যেই এক গুচ্ছ দুর্নীতির অভিযোগ উঠেছে৷ দুর্নীতির অভিযোগের আবহে এবার আরও এক দফায় রাজ্যের সমস্ত পুরোহিত ও মন্দিরের তালিকা তৈরির নির্দেশ নবান্নের৷ সেখানে পুরোহিত ভাতার সঙ্গে আদিবাসী অঞ্চলে পুরোহিতদের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যের সমস্ত মন্দির ও পুরোহিতদের তালিকা তৈরি নির্দেশ দিল সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশ পাঠানো হচ্ছে বলে খবর৷

তথ্য সংস্কৃতি দফতরের তরফে জানানো হয়েছে, প্রতিটি জেলায় কত মন্দির রয়েছে, সেই সমস্ত মন্দিরের পুরোহিতের কাজ করছেন যাঁরা, তাঁদের তালিকা তৈরি করে জেলাশাসকদের মারফত পাঠাতে হবে নবান্নে৷ ইতিমধ্যেই সরকারের তরফে পুরোহিতদের ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ এই ঘোষণা করার জন্য পুরোহিতদের যে তালিকা তৈরি করতে হবে, তা প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ একইসঙ্গে আদিবাসী অঞ্চলের পুরোহিতদের পুরোহিত ভাতার আওতায় আনা হয়েছে৷

পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়ে বেশ কয়েকজন বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান, আদিবাসীদের মধ্যে ধর্ম পালন করেন, তাঁদেরও এই তালিকার অন্তর্ভুক্ত করা হোক৷ মুখ্যমন্ত্রীর কাছে এই আর্জি পর আজ নবান্নের তরফের আদিবাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হল বলে মনে করা হচ্ছে৷ যদিও পুরোহিতের ভাতা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা৷ সেই মামলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ পুরোহিত ভাতা তালিকা ঘিরে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে৷ নদীয়ার তেহট্ট ও দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নানান অভিযোগ উঠে এসেছে৷ এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা৷ আর তার মাঝেই রাজ্যের সমস্ত মন্দিরের পুরোহিতের তালিকা তৈরির নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =