লোক কই? প্রধান কোথায়? বাড়ি থেকে তুলে আনার নির্দেশ অনুব্রতর

লোক কই? প্রধান কোথায়? বাড়ি থেকে তুলে আনার নির্দেশ অনুব্রতর

বোলপুর: অনুব্রত মণ্ডল, তাঁর কর্মিসভা এবং বিতর্ক। গত কয়েকদিনে প্রায় জল্পনার কেন্দ্র বিন্দুতে রয়েছে এই কয়েকটি শব্দ৷ স্থানভেদ ছাড়া এই তিনটি শব্দ নিজেদের অবস্থান বদলাচ্ছে না। এবারও এই তিনটি শব্দই মোটামুটি নিজেদের অবস্থান বজায় রাখল এবং স্থানটির নাম হল বোলপুর বিধানসভা এলাকা। অর্থাৎ বোলপুর বিধানসভা এলাকায় কর্মিসভায় ফের বিতর্কে জড়ালেন বীরভূম তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

সভায় লোক না হওয়ায় কর্মীদের বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার কথা বললেন অনুব্রত মণ্ডল। চারটেয় সভা শুরু হওয়ার কথা থাকলেও সভা শুরুর পর তেমন কর্মীদের উপস্থিতি দেখা যায়নি বলে ক্ষোভে ফেঁটে পড়েন অনুব্রত৷ ফলে ক্ষুব্ধ অনুব্রত বারবার খোঁজ নিতে থাকেন৷ প্রথমে নেতাদের খোঁজ করেন তৃণমূল জেলা সভাপতি। একসময় দেখা যায় তিনি ব্লক ধরে ধরে খোঁজ নিন৷ এরপরই তিনি ক্ষুব্ধ হয়ে কর্মীদের ডেকে নিয়ে আসার কথা বলে বসেন৷

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক পারদ তত চড়ছে৷ নেত্রীর কেষ্টর ও পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। একের পর এক কর্মিসভাকে ঘিরে তাঁর পক্ষে ও বিপক্ষে জল্পনা জমে উঠছে৷ কখনও নিজের দলের নেতার বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করছেন, কখনও আবার প্রার্থী ঘোষণা করে বসছেন, কখনও ডিগবাজি খেয়ে সেসব কথা বেমালুম মিডিয়ার ষড়যন্ত্র বলে বসছেন৷

কোথাও বুথ সভাপতিকে বসিয়ে দিচ্ছেন, কোথাও পঞ্চায়েত প্রধানকে বাদ দিয়ে কাজ করতে বলছেন। রাজনৈতিক মহলের ধারণা দিনের পর দিন নিজের জেলাতেই উন্নয়নের ডঙ্কা বাজানো এই নেতার মুখের ওপর যখন কর্মিসভাগুলিতে অনুন্নয়ন, কাজ না হওয়া এবং দুর্নীতির প্রসঙ্গ তুলছেন তাঁরই দলের নেতারা, তখন তিনি তা সামলাতে পারছেন না। ফলে দলের মধ্যে রাশ টানতে গিয়ে ঠাণ্ডা মাথায় কাজ করার বদলে মাথা গরম করে ফেলছেন অনুব্রত, বলেও মনে করছে তারা। এর ফলেই একের পর এক ভুল বার্তা এবং বিতর্ক ও জল্পনার সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =