কলকাতা: ২১ অক্টোবর নাটকীয় ভঙ্গিতে কলকাতার মাটিতে পা রেখেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং৷ শহরে এসে আরও চমক দিয়েছিলেন গুরুং৷ জানিয়ে দিয়েছিলেন অমিত শাহ-মোদীর ভারতীয় জনতা পার্টির হাত ছেড়ে এবার দিদির হাত ধরতে চান তিনি৷ কারণ তাদের সঙ্গে গোর্খাল্যান্ড নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে গেরুয়া শিবির৷ এসবের পর দিদির সমর্থন নিয়েই ফের নিজের ঘরে ফিরতে চান গুরুং৷ বিমল গুরুংয়ের সমর্থনে পাহাড়ে শুরু হয়ে গিয়েছে তাকে স্বাগত জানানোর মিছিল৷ তার সমর্থকেরা মিছিল করে তাকে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছে৷ একইসঙ্গে গুরুং যাতে না ফেরে তার জন্যও মিছিল করছে একদল মানুষ৷
কলকাতায় নাটকীয় প্রত্যাবর্তন বিমল গুরুংয়ের৷ এবার কী পাহাড়ে পা দিতে চলেছেন তিনি? মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকলে খুব শীঘ্রই পাহাড়ে ফিরবেন বিমল গুরুং এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ তবে পাহাড়ে ফিরলেও গুরুং-এর পথের কাঁটা হতে পারে জিটিএ প্রধান বিনয় তামাং৷ ইতিমধ্যেই গুরুং-এর বিরুদ্ধচারণ শুরু করে দিয়েছে তামাং৷ তামাং-এর দলের মতে বিমল গুরুং পাহাড়ে ফেরা মানেই ফের অশান্ত হবে পাহাড়৷ তামাং ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চার নেতা অনিল থাপা জানিয়েছেন, পাহাড়ের মানুষ চায় না ফিরে আসুক গুরুং, তাই তার ফিরে আসার বিরুদ্ধেও বহু মিছিল বেরোচ্ছে পাহাড়ে৷ গুরুং ফিরলেই অশান্ত হবে পাহাড়৷ প্রসঙ্গত, রবি ও সোমবার গুরুং এর সমর্থকেরা র্যালি করে৷ তার পাল্টা মিছিল করে গুরুং এর ফিরে আসার বিরোধিতা করে মঙ্গলবার ও বুধবার মিছিল করে তামাং সমর্থকেরা৷
গুরুং সমর্থকদের মতে বিমল গুরুং-এর পাহাড়ে ফিরে আসা অত্যন্ত জরুরী৷ কারণ বিনয় তামাং এখনও পর্যন্ত পাহাড়ের কোনও উন্নয়ন করতে পারেনি৷ সূত্রের খবর বর্তমানে নিজের ঘনিষ্ট সাঙ্গপাঙ্গ নিয়ে কলকাতাতেই রয়েছেন গুরুং৷ অপেক্ষা করছে কবে রাজ্য সরকার তার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও খুনের মামলা তুলে নেয়৷ তেমনটা হলে ফের স্বমহিমায় পাহাড়ে ফিরবেন বিমল গুরুং৷