শুভেন্দুর নয়া মন্তব্যে ইন্ধন জোগাচ্ছে জল্পনা! নিশানায় ববি? বড় প্রস্তাব দিলীপ-সৌমিত্র’র

শুভেন্দুর নয়া মন্তব্যে ইন্ধন জোগাচ্ছে জল্পনা! নিশানায় ববি? বড় প্রস্তাব দিলীপ-সৌমিত্র’র

কলকাতা: নভেম্বরের প্রথম সপ্তাহে উষ্ণতা কমছে, তবে উষ্ণতা বেড়েছে বঙ্গ রাজনীতিতে৷ নেপথ্যে পূর্ব মেদিনীপুরের এক সময়ের দাপুটে নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সম্প্রতি তাঁর বিভিন্ন মন্তব্য এবং কর্মকাণ্ড নিয়ে জল্পনা শুরু হয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস শিবিরে৷

দিন যতই গড়াচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানান জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে৷ বিভিন্ন জায়গায় নিজেকে দলহীন নেতা হিসেবে তুলে ধরছেন তিনি৷ মন্ত্রী পরিচয় না দিয়েও নন্দীগ্রামের ঘরের লোক, মানুষের কাজের মানুষ হিসেবে তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে৷ আর এখানেই ছড়িয়েছে জল্পনা৷ সম্প্রতি তিনি একটি অরাজনৈতিক ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বলেন, ‘‘প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি, আমায় এসব বলে কোনও লাভ নেই, ছোটোলোকদের দিয়ে এসব বললে আমি তার উত্তর দেব না৷ আমার লেভেল সেরকম নয়৷’’ দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ববি হাকিমের দিকেই তাঁর যে ইঙ্গিত, তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের৷ দলে থেকে দলের অন্যতম নেতার বিরুদ্ধে পরোক্ষে কীভাবে তিনি এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে জল্পনার পাশাপাশি প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে, তবে কি তৃণমূল কংগ্রেস এখন অতীত শুভেন্দু অধিকারীর? এরই মাঝে সরাসরি শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ৷ সম্প্রতি তিনি বলেন, ‘‘শুভেন্দু অধিকারী বলবতে চান, বাংলার স্বার্থে রাজ্যে পরিবর্তন দরকার৷ তিনি মানুষের জন্য কাজ করতে চান৷ সেই জন্য আমরা চাই তিনি দ্রুত তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিন৷’’

তবে শুধুমাত্র সৌমিত্র খানই নন, অধিকারি পরিবারের এই নেতাকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, “আমরা দরজা খুলে রেখেছি সবাইকে নেওয়ার জন্য। ওনারা কাউকে পাঠালে আমরা নেব। একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে সুযোগ দেবে বিজেপি। তবে আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি”।

দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষ দাবি করে আসছেন একাধিক তৃণমূল নেতা, মন্ত্রী সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁরা বিজেপিতে নাম লেখাতে চান। যদিও কারও নাম প্রকাশ্যে আনেনি তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন মুকুল রায়, সৌমিত্র খান, শোভন চট্টোপাধ্যায়, অর্জুন সিং এর মতো তাবড় তৃণমূল নেতারা। হাতেনাতে ফলও পেয়েছে বিজেপি। ২ থেকে লোকসভা আসন গিয়ে পৌঁছেছে ১৮। এবার কি তাহলে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে দলে টেনে পূর্ব মেদিনীপুরের মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে পদ্ম ফোটানোর কৌশল নেবে বিজেপি, জল্পনা রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *