কলকাতা: সবার ভাগ্য বলতে পারে যারা, তেমনই এক জ্যোতিষীর মৃত্যু হল দুর্ঘটনায়। সবার ভাগ্য বললেও নিজের দুর্ভাগ্য যে ঘনিয়ে এসেছে বুঝতে পারেননি ওই জ্যোতিষী। তাঁর নাম জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। কেষ্টপুর সমর সরণিতে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় তাঁর।
ঘটনাটি ঘটে রবিবার সকালে। আগুন লাগার পর বাড়ি থেকে বেরোতে পারেননি ওই জ্যোতিষী। পুড়ে যান তিনি। দুর্ঘটনার পর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ই এম বাইপাসের ধারে একটি হাসপাতালে। তখনই চিকিৎসকরা জানান, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছে ওই জ্যোতিষীর। সেই কারণে মৃত্যু হয়েছে তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওই জ্যোতিষীর কেষ্টপুরের বাড়ি থেকে কালো ধোঁয়া বেরতে দেখা দেখেন এলাকাবাসী। ধোঁয়ার চোটে ভেতরের কিছুই দেখা যাচ্ছিল না। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন কেষ্টপুর থানায়। দমকলে খবর দেয় পুলিশ। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। ঘরের দরজা ভেঙে জ্যোতিষীকে উদ্ধার করেন তাঁরা। গুরুতর দগ্ধ ছিল জ্যোতিষীর দেহ। তার উপর ধোঁয়া এবং আগুনের তাপে জ্ঞান ছিল না তাঁর। অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি।
স্থানীয়রা এও জানিয়েছেন, ওই জ্যোতিষী তাঁর স্ত্রীকে নিয়ে কেষ্টপুরের বাড়িতে থাকতেন। স্ত্রী কিছুদিন আগে কৃষ্ণনগরে তাঁর বাপের বাড়িতে গিয়েছেন। শনিবার রাতে একাই ছিলেন এই জ্যোতিষী। কীভাবে ঘরে আগুন লাগল তার কারণ এখনও জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির স্ত্রীকে খবর পাঠানো হয়েছে।