ভোটের আগেই ছত্রধর-স্ত্রীকে সরকারি পদ, শিশু সুরক্ষা কমিশনে ‘চাকরি’?

ভোটের আগেই ছত্রধর-স্ত্রীকে সরকারি পদ, শিশু সুরক্ষা কমিশনে ‘চাকরি’?

কলকাতা: স্বামীকে মুক্তি দেওয়া হয়েছে আগেই, তাঁকে দলের রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। এবার সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে ছত্রধর মাহাতোর স্ত্রীকে। তাঁকে শিশু সুরক্ষা কমিশনের সদস্য করা হয়েছে বলে সূত্রের খবর৷

ছত্রধর মাহাতোর স্ত্রীকে শিশু সুরক্ষা কমিশনের সদস্যপদ দেওয়া হয়েছে বলে খবর৷ দ্রুতই কাজে যোগ দেবেন তিনি৷ মাসখানেক আগে ছত্রধর মাহাতোর জেল-মুক্তি হয়েছে৷ এমনকী, তাঁকে তৃণমূলের রাজ্য কমিটিতেও রাখা হয়েছে৷ যা নিয়ে ইতিমধ্যেই তোলপার রাজ্য৷ খুনের মামালায় ছত্রধর মাহাতোকে দ্বিতীয় দফায় গ্রেতারের প্রস্তুতি শুরু করে দিয়েছে এএনআই৷ গোটা বিষয়টি নিয়ে মামলাও চলছে৷ এবার ছত্রধর পত্নীকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসাল রাজ্য৷ লালগড়ে ভূমি ও ভূমি রক্ষা কমিটির ব্যানারে এক সময়ে সক্রিয় হয়ে উঠেছিল মাওবাদীরা৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর ছত্রধরব মাহাতকে গ্রেফতার করা হয়৷ দীর্ঘদিন প্রায় একদশ জেলবন্দি ছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল রাষ্ট্রদোহিতার অভিযোগ৷ তবে মাসখানেক আগেই রাজ্যবাসীকে চমকে দিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়৷ এছাড়াও বিধানসবা নির্বাচনের লক্ষ্যে তৈরি করা নয়া রাজ্য কমিটিতেও রাখা হয় ছত্রধর মাহাতোকে৷

২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভাল ফল করেছে বিজেপি। শাল পিয়ালের জঙ্গলে পদ্মফুলের কলি উকিঁ দিয়েছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের শাসকদলের কপালে।  জঙ্গলমহলের মতো বামেদের শক্ত ঘাঁটি ছিনিয়ে একসময়ে সেখানে মজবুত হয়েছে তৃণমূলের ভিত। তারপরেও ২০১৯ লোকসবায় একের পর আসনে ফুটেছে পদ্ম। ফলে ক্ষুব্ধ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে সেখানকার বিধায়ক ও নেতাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের কাজকর্ম সম্পর্কে জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের অনুমান, জঙ্গলমহলের হারানো জমি ফিরে পেতে ছত্রধর মাহাতোকেই কাজে লাগাতে চায় তৃণমূল কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =