নবান্নের বৈঠকে ‘অপ্রাসঙ্গিক’ গুরুং! ‘ইতিবাচক’ বললেন তামাং

নবান্নের বৈঠকে ‘অপ্রাসঙ্গিক’ গুরুং! ‘ইতিবাচক’ বললেন তামাং

98bf7eac4edf81b2491680da1d32330d

কলকাতা: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করলেন বিনয় তামাং৷ পাহাড়ের অশান্তি প্রশমিত করতেই আলোচনায় বসার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হল, সে বিষয়ে কোনও কথা জানাননি তামাং৷ তবে বৈঠক শেষে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করে তিনি জানান, বৈঠক শেষ৷ আলোচনা ইতিবাচক হয়েছে৷ 

আরও পড়ুন- ‘HELLP’ থেকে নিস্তার মিলল গর্ভবতী মহিলার, তবে সন্তান সুখ মিলল না

তিন বছর অন্তর্ধানের পর আচমকা সক্রিয় রাজনীতিতে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই পাহাড়ে চড়তে থাকে অশান্তির পারদ৷ পাহাড় জুড়ে শুরু হয় বিক্ষোভ৷ বিমল গুরুং-এর বিরুদ্ধে স্লোগান তুলে পথে নামেন তামাং-পন্থীরা৷ মিরিখে পাল্টা বৈঠক করেন গুরুং অনুগামীরা৷ পাহাড়ের জট কাটাতে বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং৷ নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম এবং জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপা।  

বিমল গুরুং শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে তামাং গোষ্ঠী৷ পাহাড়ে শুরু হয় মিছিল, পাল্টা মিছিল৷ ড্যামেজ কন্ট্রোলে নামেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ তামাং গোষ্ঠীর ক্ষোভ প্রশমনে আলোচনার বৈঠকে বসেন তিনি৷ ফের যাতে পাহাড় অশান্ত না হয়, সেটাই এখন মূল লক্ষ্য মুখ্যমন্ত্রীর৷ এদিন প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে৷ বৈঠকের পর খুশি বিনয় তামাং৷ বৈঠকের পর একটি হোয়াটসঅ্যাপ মেসেজে তামাং জানান, বৈঠক শেষ এবং তা সদর্থক হয়েছে৷ অর্থাৎ কিছুটা হলেও ক্ষোভ প্রশমিত হয়েছে বলে মনে করা হচ্ছে৷ অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  সোমবার কলকাতা রওনা দেওয়ার আগে তামাং অবশ্য বলেছিলেন, গুরুং তাঁদের কাছে কোনও সাবজেক্ট নয়৷ থ্রেটও নয়৷ বরং তাঁরাই গুরুং-এর কাছে থ্রেট৷ পাহাড়, তরাই ও ডুয়ার্সের শান্তি এ প্রশাসনিক কাজকর্ম নিয়েও বৈঠকে আলোচনা হবে। বিমল গুরুং আমাদের আলোচনার বিষয় নয়৷

আরও পড়ুন- বিজেপিতে  যোগ দিচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী? অমিত-সফরের আগেই হাজির কৈলাশ-মুকুল

 
এদিকে, বৈঠকের পর বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ‘‘শান্ত বাংলায় দার্জিলিং-এর অশান্তি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই উনি কী ভাবে এই অশান্তি সামাল দেবেন, সেটা উনিই জানেন৷ এই জন্যই বৈঠক করছেন৷ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, উনি আশান্তিকে আমন্ত্রণ জানিয়েছেন৷ এই সমস্যার সুস্থ সমাধান না হলে আবার পাহাড় জ্বলবে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *