কালীপুজোয় বাজি ফাটাবেন না, জনতাকে সংযত থাকার বার্তা মুখ্যসচিবের

কালীপুজোয় বাজি ফাটাবেন না, জনতাকে সংযত থাকার বার্তা মুখ্যসচিবের

83b9bad339ed0b37947c2cd1a4578ad7

 

কলকাতা: আসছে শীত৷ বাড়তে পারে দূষণ৷ করোনা পরিস্থিতির মধ্যে দূষণ বাড়লে বিপদ যে আরও বাড়াতে পারে তা আগেই সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা৷ এবার পরিস্থিতির গুরুত্ব বুঝে কালীপুজোয় বাজি না ফাটানোর বিষয়ে আর্জি জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷

নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর কাছে কালীপুজো বাজি থেকে দূর থাকতে আর্জি জানিয়েছেন৷ কালীপুজোয় খোলামেলা প্যান্ডেল করারও নির্দেশ দিয়েছেন তিনি৷ বিসর্জনে প্রশাসনের অনুমতি নিয়ে করারও বার্তা দিয়ছেন মুখ্যসচিব৷ উৎসব যাতে  ন্তিপূর্ণভাবে যত পালন করা যায়, সে বিষয়েও বার্তা দিয়েছেন মুখ্যসচিব৷ করোনা পরিস্থিতিতে অতিরিক্ত বায়ু দূষণ অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যসচিব৷ কালীপুজো সাধারণ মানুষকে সংযত থাকারও পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব৷ একই সঙ্গে করোনা বিধি মেনে চলারও পরামর্শ দিয়ে রেখেছেন আলাপনবাবু৷

সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, কালী পুজোয় বাজি ফাটাবেন না৷ করোনা-বিধি মেনে চলুন৷ উৎসবে সংযত থাকুন৷ করোনা-আবহে বাজি থেকে দূরে থাকুন৷কালীপুজো কমিটিগুলিকেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷ কালী পুজো মণ্ডপের চারপাশ যেন খোলামেলা থাকে, তা নিশ্চিত করতেও বলেছেন৷ নিরঞ্জনের সময় শোভাযাত্রা করা যাবে না বলেও দিয়েছেন নির্দেশ৷ বিসর্জনের বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করতে পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব৷  উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালনের যায়, করোনা বিধি মেনে চলা হয়, মাস্ক ব্যবহার করা হয়, তার উপর জোর দিয়েছেন মুখ্যসচিব৷

মুখ্যসচিব যখন দীপাবলিতে বাজি ও পুজোর মণ্ডব নিয়ে জনতাকে সচেতন করছেন, ঠিক তার আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা৷   করোনা-কালে দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট৷ উচ্চ আদালতের নির্দেশে বাংলার প্রতিটি পুজো মণ্ডপ ছিল দর্শকশূন্য৷ ছিল ‘নো এন্ট্রি’ জোন৷ পুজো উদ্যোক্তাদের প্রবেশে কিছুটা ছাড় দেওয়া হলেও বহাল ছিল দর্শকশূন্য রাখার নির্দেশ৷ ফলে, করোনাকালে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় এবার ছিল হাতে গোনা৷ করোনা-কালে হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়কে কাজে লাগিয়েছে এবার কালী, জগদ্ধাত্রী-সহ ছট পুজোয় ‘নো এন্ট্রি’র আর্জি জানিয়ে দায়ের হয়েছে মামলা৷ দীপাবলিতে বাজি বন্ধের আর্জি জানিয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে৷

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুজো মণ্ডপে নো-এন্ট্রি চালু করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন হাওড়ার বাসিন্দা অজয় দে৷ দীপাবলিতে বাজি বন্ধের আর্জি জানিয়ে আরও একটি মামলা দায়ের করছেন অনুসূয়া চৌধুরী৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা আগামী ৫ নভেম্বর শুনানির সম্ভাবনা রয়েছে৷ মামলার আর্জিতে জানানো হয়েছে, ঠিক যে ভাবে দুর্গা পুজোয় ভিড় নিয়ন্ত্রণে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছিল আদালত, ঠিক একই ভাবে যেন কালী থেকে শুরু করে জগদ্ধাত্রী ও ছট পুজোয় ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ করুক হাইকোর্ট৷ কালী, জগদ্ধাত্রী ও  ছট পুজোয় নো-এন্ট্রি জোন ঘোষণার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করছেন হাওড়ার বাসিন্দা অজয় দে৷ দুর্গাপুজোয় নো-এন্ট্রি করার মামলাও তিনিই দায়ের করেছিলেন৷ দুর্গা পুজোর মতো কালী, জগদ্ধাত্রী, ছট পুজোয় একই ভাবে হাইকোর্টের হস্তক্ষেপ করুক বলেও মামলা করেছেন অজয়বাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *