বাংলায় ভোটের প্রস্তুতি, সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

বাংলায় ভোটের প্রস্তুতি, সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

 কলকাতা: বছর ঘুরলেই বাংলা ভোট৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিক প্রস্তুতি৷ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে কমিশন৷ একদিনে যেমন বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ, তেমনই রয়েছে করোনা পরিস্থিতি৷ ফলে, সব দিক বিবেচনা করে ভোট প্রক্রিয়া নিয়ে বেশ সতর্ক নির্বাচন কমিশন৷ বাংলায় কীভাবে হবে বিধানসভা নির্বাচন? রূপরেখা প্রস্তুত করতে এবার সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন৷ আগামী সোমবারবৈঠক হওয়ার কথা৷

সোমবার সর্বদল বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলে খবর৷ কোন জেলার কী পরিস্থিতি, তা নিয়ে হতে পারে আলোচনা৷ করোনা তথ্য নিয়েও হতে বৈঠক৷ তার আগে সর্বদলীয় বৈঠকের পরিস্থিতি বুঝতে চাইছে কমিশন৷ জানা গিয়েছে, ভার্চুয়াল ওই বৈঠকে হাজির থাকতে পারেন দিল্লির আধিকারিকরা৷ করোনা আবহে চলছে বিহার বিধানসভা নির্বাচন৷এরপর পাখির চোখ বাংলা৷ কেননা আগামী বছর বাংলা বিধানসভা নির্বাচন৷ ফলে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে নির্বাচন কমিশন৷ বিহার মডেল অনুসরণ করে বাংলায় ভোট করানো যায় কি না, তা নিয়েও চলছে চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seven =