BIG BREAKING: বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, কীভাবে? সিদ্ধান্ত নবান্নে

BIG BREAKING: বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, কীভাবে? সিদ্ধান্ত নবান্নে

 

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে লোকাল ট্রেন চালানোর বিষয়ে সহমত প্রকাশ করল রাজ্য ও রেল কর্তৃপক্ষ৷ আগামী বুধবার থেকে বাংলায় ফের লোকাল ট্রেনের চাকা গড়াতে চলেছে৷ আজ নবান্নের বৈঠক লোকাল ট্রেন চালানোর বিষয়ে ছাড়পত্র মিললেও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা৷ আপাতত মোট ৩৬২ জোড়া ট্রেন চালানোর পক্ষে নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে ১৮১ জোড়া ট্রেন চলবে বলে খবর৷

লোকাল ট্রেন চালানোর বিষয়ে আজ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য ও রেলের কর্তারা৷ সেখানে মূলত ৩ থেকে ৪টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রথমত, আগামী বুধবার থেকে রাজ্যে সংক্ষিপ্ত লোকাল ট্রেনের পরিষেবা মিলবে৷ দ্বিতীয়ত, গোটা বিষয়ের ওপর নজরদারি রাখবে রেল-রাজ্য প্রশাসন৷ রেল-রাজ্য যৌথ উদ্যোগে যাত্রীদের উপর নজরদারি রাখবে৷ চলছে থার্মাল চেকিং৷ তৃতীয়ত, কোন জোনে কত যাত্রীসংখ্যা, তার উপর নির্ভর করবে, কোন রুটে কত সংখ্যক লোকাল ট্রেন চলবে৷ চতুর্থত, আগের সময়সূচি অনুযায়ী লোকাল ট্রেন পরিষেবা পাওয়া যাবে বলে নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ ট্রেনে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক ব্যবহার৷

লোকাল ট্রেনে শারীরিক দূরত্ববিধি নিশ্চিত করতে রাজ্য ও রেল যৌথভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রেল ও রাজ্য পুলিশ স্টেশনগুলির নিরাপত্তা দেবে৷ আপাতত ছোট স্টেশনে নাও থামতে পারে লোকাল ট্রেন৷ একটি স্টেশনের সঙ্গে অন্য স্টেশনের যত কম দূরত্ব রাখা যায় সেদিকে লক্ষ্য রাখা হবে বলে খবর৷ যাত্রী সংখ্যা দেখে পরবর্তী দিনে লোকাল ট্রেনের ভবিষ্যৎ নির্ভর করবে৷ রবিবার পর্যন্ত সমস্ত রুটে যাত্রী সংখ্যা দেখে ধাপে ধাপে লোকাল ট্রেন বাড়ানোর বিষয়ে নেওয়া হতে পারে সিদ্ধান্ত৷ প্রায় সাড়ে ৭ মাস পর আগামী বুধবার থেকে চলবে লোকাল ট্রেন৷ তবে, লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা কী হবে, ৫০ শতাংশ আসনে পরিষেবা দেওয়া হবে  কি না, তা এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও আগের সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে খবর৷

আগামী বুধবার থেকে লোকাল ট্রেন চলবে বলেও টুইট করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷  টুইটে তিনি লিখেছেন, ‘‘১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হবে৷ পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা যথাযথ থাকবে৷ মানুষের যাত্রা আরও সহজ হবে৷’’

যদিও, আজ নবান্ন সভাঘরে রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক লোকাল ট্রেন চালুর প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘যাতে লোকাল ট্রেনের সংখ্যাটা বেশি বাড়ানো যায়, কম থাকলে একটা কামরায় গিয়ে গাদাগাদি হয়ে যাবে৷ কিন্তু ট্রেনের সংখ্যা বেশি থাকলে হবে না৷ একটা কামরায় গাদা গাদা লোক উঠবে না৷ যাতে এটার জন্য করোনা ছড়িয়ে না পড়ে, তার লক্ষ্য রাখতে হবে৷’’ নবান্নে মুখ্যমন্ত্রী এই প্রস্তাব দিলেও রেল-রাজ্যের বৈঠকে তা কি কার্যকর হচ্ছে? বেশি লোকাল ট্রেন না চললে, পরিষেবা আদৌও সুষ্ঠুভাবে দেওয়া সম্ভব? কম লোকাল চললে ‘গাদা-গাদি’ আরও বেড়ে যাবে না তো? উঠছে নানান প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 7 =