গোবলয়ের রাজনীতি বাংলায় আমদানি করছে বিজেপি, শাহকে খোঁচা তৃণমূলের

গোবলয়ের রাজনীতি বাংলায় আমদানি করছে বিজেপি, শাহকে খোঁচা তৃণমূলের

e50dfd82c9fd2c9503c508b7bd5a3dc7

 

কলকাতা: গোবলয়ের রাজনীতি বাংলায় আমদানি করার চেষ্টা করছেন অমিত শাহ৷ থাকছেন পাঁচতারা হোটেলে, আর ছবি তোলার জন্য মতুয়া থেকে আদিবাসীদের বাড়িতে খাওয়া দেওয়ার কৌশল বাংলার মানুষ গ্রহণ করবে না৷ শুক্রবার অমিত শহারের দীর্ঘ সাংবাদিক বৈঠকের পরপর পাল্টা বৈঠক ডেকে একের পর এক অভিযোগ খণ্ডন করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷

আজ সাংবাদিক বৈঠকে অমিত শাহ দাবি করেন, বাংলায় ‘ভাইপো’, ‘ভোটব্যাঙ্ক’ ও জনতার জন্য পৃথক তিনটি আইন চলছে৷ বিজেপি বাংলায় ‘পরিবারতন্ত্রে’র পতন ঘটিয়ে ২০০ আসনে বাংলা দখল করবে৷ পাল্টা জবাবে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেন, যে দলের কেন্দ্রীয় মন্ত্রী যখন বিরোধীদের গুলি মারার নির্দেশ দেন, তখন সেই দলের শীর্ষ নেতার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না৷ কটাক্ষ করে জানান, ওরা বলছে ২০০ আসন পাবে৷ কেন ২০০ বলছেন? ২৯৪ বলতে পারতেন? যদিও লোকসভা নির্বাচনে ‘৪২-এ ৪২’ স্লোগান তুলে বাংলায় কার্যত বিরোধীশূন্য করার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো৷ পরে তা ব্যর্থ হয়৷

স্বজনপষণ প্রসঙ্গে তৃণমূলের দাবি, রাজনীতিতে ‘দুর্বৃত্তায়ন’, স্বজনপষণ নিয়ে বিজেপি যত কম বলে তত ওদের ভালো৷ বিজেপি বাংলায় ভাষার সন্ত্রাস তৈরি করছে বলেও তোলা হয়েছে অভিযোগ৷ পিএম কেয়ার্স ফান্ডের টাকার কোনও হিসাব কেন কেন্দ্র দিচ্ছে না? আত্মনির্ভর ভারত স্লোগান দিয়ে সরকারি সংস্থা কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ৷

 

 মিথ্যের ঝুড়ি বয়ে বেড়াচ্ছেন অমিত শাহ৷ বাংলাকে অপমান করা হচ্ছে৷ বিজেপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে৷ বিবৃতি দিয়ে দাবি করেছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *