লকডাউন শিথিল! ৮ মে থেকে বিমান চালানোর প্রস্তুতি

লকডাউন শিথিল! ৮ মে থেকে বিমান চালানোর প্রস্তুতি

ঢাকা: করোনায় বাংলাদেশের পরিস্থিতি মোটেই নিয়ন্ত্রণে আসছে না৷ বরং বলা ভালো, বাংলাদেশের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে৷ রমজান মাস উপলক্ষে ইতিমধ্যে বাংলাদেশ প্রশাসন লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছেন৷ দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ এবার বাংলাদেশ প্রশাসন দেশের অভ্যন্তরে বিমান চালনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷

বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল বিভাগের চেয়ারম্যান মার্ষাল মফিদুর রহমান জানিয়েছেন, দেশের অভ্যন্তরে ৮ মে থেকে বিমান ওঠানামা করবে৷ ৭ মে পর্যন্ত বিমান বন্দরগুলোতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এই বিষয়ে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে৷ নির্দেশে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে বিমান চলাচলের জন্য বিমানবন্দরগুলো প্রস্তুত থাকে৷ তবে বিমান চালানোর ওপর কোনও সরাসরি নির্দেশ আসেনি বলেই তিনি জানিয়েছেন৷  

বাংলদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ করোনায় গত এক দিনে  পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ এর ফলে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯০ জন৷ বাংলাদেশে মোট ১৭৫ জন করোনায় মারা গিয়েছেন বলে জানা গিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =