ব্রেকিং: কোন রুটে চলবে কটি লোকাল ট্রেন? ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের!

বুধবার থেকে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন।

 

কলকাতা: বুধবার থেকে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন। করোনাভাইরাস পরিস্থিতির মাঝে বিগত প্রায় ৭ মাস বন্ধ ছিল ট্রেন পরিষেবা। আগামী বুধবার থেকে সেই পরিষেবা চালু হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচবে সাধারণ মানুষ। তবে তুলনায় কম ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। যদিও রাজ্য সরকারের অনুরোধ মেনে নির্ধারিত ট্রেনের থেকে আরও ৮১ টি ট্রেন বেশি চালাবে দক্ষিণ পূর্ব রেল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ৮১ টি ট্রেনের মধ্যে ৪০ টি আপ এবং ৪১ টি ডাউন ট্রেন চলবে। ৪০ টি আপ ট্রেনের মধ্যে ১৩ টি চলবে হাওড়া-মেদিনীপুর শাখায়,‌ ৮ টি ট্রেন চলবে হাওড়া-পাঁশকুড়া শাখায়, একটি চলবে সাঁতরাগাছি-পাঁশকুড়া শাখায়। একই সঙ্গে, ৪ টি ট্রেন চলবে হাওড়া-আমতা শাখায়, ২ টি হাওড়া হলদিয়া শাখায়, ৪ টি হাওড়া-খড়গপুর, ‌২ টি হাওড়া-মেচেদা, ১ টি শালিমার-মেছেদা, ২ টি সাঁতরাগাছি-মেচেদা, ১ টি পাঁশকুড়া-দীঘা, ১ টি মেছেদা-দীঘা এবং ১ টি শালিমার-সাঁতরাগাছি শাখায় চলবে।

অন্যদিকে, ৪১ টি ডাউন ট্রেনের মধ্যে ১২ ট্রেন চলবে মেদিনীপুর-হাওড়া শাখায়, ৮ টি চলবে পাঁশকুড়া-হাওড়া শাখায়, ৩ টি চলবে মেচেদা-হাওড়া শাখায়। একই সঙ্গে, ১ টি হাওড়া-বাগনান, ৪ টি‌ আমতা-হাওড়া, ৫ টি খড়গপুর-হাওড়া, ২ টি হলদিয়া-হাওড়া, ১ টি‌ দীঘা-পাঁশকুড়া, ‌১ টি পাঁশকুড়া-সাঁতরাগাছি শাখায় চলবে। প্রতিদিনের টিকিট এবং সিজন টিকিট বিভিন্ন স্টেশনের কাউন্টার থেকেই মিলবে। সিজন টিকিটের ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

তবে স্টেশনে যাত্রীদের ঢুকতে হবে করোনাভাইরাস সর্তকতা বিধি মেনেই। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা থেকে শুরু করে, ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। একইসঙ্গে নিয়মমাফিক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে প্যাসেঞ্জারদের। ট্রেনের বসার জায়গায় নির্ধারিত নিয়ম অনুযায়ী বসতে হবে, নিয়ম ভাঙলে জরিমানা হবে। এদিকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই প্লাটিনাম জুবিলী সেলিব্রেশন করতে চলেছে পূর্ব রেলওয়ে। এই উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, সতর্কতামূলক অনুষ্ঠান এবং মাস্ক বিতরণ অনুষ্ঠান করবে রেল কর্তৃপক্ষ। পুরো অনুষ্ঠান হবে করোনাভাইরাস সর্তকতা বিধি মেনে। একইসঙ্গে এ বছর বাজি না পোড়ানোর জন্য আবেদন করবে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 16 =