নিউ ইয়র্ক: তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সফরের শুরুতেই নিউ ইয়র্কে টুইটার-কর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন তিনি। যদিও এই বৈঠক সম্পর্কে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে মুখ খুলেছেন মাস্ক। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের ‘সম্ভাবনা’ এবং প্রধানমন্ত্রীর ‘উদ্যোগে’র তারিফ করেন টেসলা কর্তা৷ নিজেকে ‘মোদীর অনুরাগী’ বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই প্রথম বৈঠক মাস্কে৷
টেসলার সিইও তথা টুইটার-কর্তা মাস্ক বলেন, ‘‘ প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ বৈঠক হল। আমি ওঁকে খুবই পছন্দ করি।’’ ২০১৫ সালে আমেরিকা সফরে গিয়ে ক্যালিফর্নিয়ায় টেসলার কারখানা ঘুরে দেখেছিলেন মোদী। সে প্রসঙ্গ তুলে মাস্ক বলেন, “কয়েক বছর আগে নরেন্দ্র মোদী আমাদের কারখানায় এসেছিলেন। আমরা একে অপরকে বেশ কয়েক বছর আগে থেকেই চিনি।” ভারতের সম্ভাবনা নিয়েও তিনি আত্মবিশ্বাসী৷ তাঁর কথায়, “ভারতের ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ উৎসাহিত। আমার ধারণা, বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের সম্ভাবনা অবেক বেশি৷” সই সঙ্গে তিনি এও বলেন, ‘‘আমি আশাবাদী যে টেসলা ভারতেও যাবে। যত দ্রুত সম্ভব এই কাজ করা হবে।”
মোদীর প্রশংসা করে মাস্ক আরও বলেন, “ মোদী ভারতের জন্য সঠিক জিনিসটি চান। তিনি বিনিয়োগকারী সংস্থাগুলিকে সাহায্য করতে চান।”