করোনাকে জয় করেও মিলছে না চিরতরে মুক্তি! দু’মাসের সতর্কতা

করোনাকে জয় করেও মিলছে না চিরতরে মুক্তি! দু’মাসের সতর্কতা

কলকাতা: প্রায় ৮ মাসের লড়াই৷ ধাপে ধাপে করোনার বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে সফল চিকিৎসা-বিজ্ঞান৷ সংক্রমণের তুলনায় বাড়ছে করোনা জয়ীদের সংখ্যা৷ কিন্তু, করোনাকে জয়ের পরেও থাকে যাচ্ছে কিছু শারীরিক সমস্যা৷ এবার করোনা জয়ীদের বাড়ি ফেরার পর অন্তত দু’মাস অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে রাজ্য৷

করোনা জয়ের পর বাড়ি ফেরার পর আকস্মিক কোনও শরীর খারাপ হলেই মেডিক্যাল চেক-আপের সুপারিশ করা হয়েছে৷ করোনা মোকাবিলার তৈরি হওয়া রাজ্যের বিশেষজ্ঞ কমিটির বৈঠক করোনা-জয়ীদের জন্য গুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে৷

সিদ্ধান্ত হয়েছে, করোনা জয়ীদের প্রধানত দু’টি দলে ভাগ করা হবে৷ প্রতিটি দলে পৃতক-পৃথক নির্দেশ দেওয়া হবে৷ প্রথম দলে থাকবেন, যাঁদের করোনার সময় রক্ত ও আনুষঙ্গিক রিপোর্টের প্রচুর ওলটপালট হয়েছে, তাদের জন্য৷ দ্বিতীয় দলে রাখা হবে, করোনা পর্বে যাঁদের কমবেশি সমস্যা কম হয়েছে, তাঁদের৷ করোনাকে জয়ের পর সমস্ত রোগীকে অন্তত ২ মাস চেক-আপের মধ্যে থাকতে বলা হয়েছে৷ করাতে হবে নানান পরীক্ষা৷ এরজন্য কোনও করোনা হাসপাতালে যাওয়ারব প্রয়োজন হবে না, যে কোনও সরকারি হাসপাতালেই পরীক্ষা কিংবা সাধারণ চেক-আপের সুবিধা পাওয়া যেতে পারে, পরিস্থিতি অনুযায়ী৷ এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ হবে বলে খবরে প্রকাশ৷

কিন্তু, কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, করোনা জয়ের পর বাড়ি ফেরার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বহু করোনা-জয়ী৷ মৃত্যুর মতো ঘটনা ঘটেছে৷ নতুন করে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে কোনও কোনও ক্ষেত্রে৷ মোট কথা করোনা জয় করলেই রোগ থেকে চিরতরে মুক্তি, তা এখনই বলতে পারছেন না চিকিৎসকমহলের একাংশ৷ ফলে, সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ কেননা, করোনা নিজেকে দ্রুত পাল্টে ফেলছে৷ ১১ ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন গবেষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =