কলকাতা: ইলামবাজারের এক কর্মীসভা থেকে সাংবাদিকদের মারফত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূলে আহ্বান জানিয়েছেন বীরভূম তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অনুব্রত মণ্ডল। মন্তব্য করেছেন, দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভাইরাস, তবে তাকে দলে নেওয়ার আগে স্যানিটাইজ করে নেওয়া হবে! এই প্রসঙ্গে বিজেপি এরাজ্যে সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনিও পাল্টা আক্রমণ করেছেন অনুব্রতকে।
এদিন শহরে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘নেতার কি এতই অভাব রয়েছে টিএমসিতে? আমাকে গিয়ে ঠিক করতে হবে। আমি এমনিতেও ২-৩ দিনের মধ্যে বীরভূম যাব। এর আগেও উনি অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু কিছুই করেননি। উনি বলেছিলেন ঢাক বাজাবেন, আমি বলেছিলাম ধামসা নিয়ে যাচ্ছি। তবে ঢাকের আওয়াজ শুনিনি বলে ধামসাও বাজাইনি। এই ধরনের আওয়াজ অনেকদিন ধরে শুনছি, তবে ভলিউম অনেক কমেছে। আমার মনে হয় ধীরে ধীরে স্পিকারের কানেকশন কেটে যাবে। সেই ব্যবস্থা আমরা করব। সুতরাং ডায়লগবাজি করে লাভ নেই।”
সম্প্রতি গেরুয়া সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের ৫ জন সাংসদ নাকি বিজেপিতে আসতে চান। এই প্রেক্ষিতে সরাসরি সৌগত রায়ের নাম নেওয়া হয়েছে। অন্যদিকে পরোক্ষভাবে অনুব্রত মণ্ডলকেও ‘নিশানা’ করে রেখেছে বিজেপি। এই প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।অনুব্রত বলেন, “ও তো পুরো ভাইরাস। ওর মতো ভাইরাস গোটা পশ্চিমবঙ্গে কেউ আছে নাকি? ও আমার নাম না করে বিজেপিতে আসতে বলছে, আমি সরাসরি ওর নাম নিয়ে বলছি, তুমি তৃণমূলে এসো। তবে তাকে দলে নেওয়ার আগে ভালো করে স্যানিটাইজ করে নেওয়া হবে। এখানে কোনো ডোবার জলেও চান করিয়ে নেব। আর ওদের তো গোবর মাখার স্বভাব আছে, গোবর মেখে নেবে।” দিলীপ ঘোষকে আক্রমণ করার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও এদিন একহাত নিলেন অনুব্রত মণ্ডল। মন্তব্য করলেন, বিজেপি আদতে কোনো দল নয়। আজকে গোটা দেশকে কোন জায়গায় নিয়ে গেছে তা সবাই দেখতে পাচ্ছে। ভারতবর্ষের জিডিপির হাল, টাকার দাম সব ইস্যু নিয়েই বিজেপিকে তোপ দাগেন তিনি।