করোনা চর্চায় রেমডেসিভির ওষুধ, বাড়ছে বিতর্কও

করোনা চর্চায় রেমডেসিভির ওষুধ, বাড়ছে বিতর্কও

কলকাতা: করোনা চিকিৎসায় জরুরি ভিত্তিতে রেমডেসিভির ওষুধটি ব্যবহারের ছাড়পত্র দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন৷ ইউএসএফডিএ’র ছাত্রপত্র মিলতে না মিলতেই বিশ্ব চর্চার কেন্দ্র চলে গিয়েছে ইবোলা চিকিৎসার কাজের ব্যবহৃত এই এই ওষুধ৷ করোনা চিকিৎসায় এই ওষুধ প্রয়োগে প্রাথমিক সাফল্য পাওয়ার দাবি জানানো হলেও বাড়ছে বিতর্ক৷

ফার্মাকোলজিস্টদের একাংশ বলছেন, এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টি-ভাইরাল মেডিসিন৷ ইবোলা ও হেপাটাইটিস চিকিৎসায় এই ওষুধ মূলত ব্যবহার করা হলেও তা ব্যর্থ হয়েছে৷ তবে, গবেষণা থামেনি৷ ইবোলা ও হেপাটাইটিস চিকিৎসায় এই ওষুধ ব্যর্থ হলেও করোনা আক্রান্তদের মধ্যে মিলেছে সাফল্য৷ প্রায় ১ হাজার জনের উপর প্রয়োগ করে ইতিবাচক ফল মিলেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন৷ গবেষকরা জানিয়েছেন, ওই ওষুধ করোনা ভাইরাসকে কোষের অন্দরে ঢুকতে ও বংশবিস্তার করতে বাধা তৈরি করছে৷ তাতেই মিলছে সাফল্য৷

তবে, এই রেমডেসিভিরের কার্যকারিতা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন৷ রেমডেসিভিরকে করোনার ওষুধ পুরোমাত্রায় বলা না গেলেও সম্ভাব্য ওষুধ বলায় অপত্তি নেই ফার্মাকোলজিস্টদের একাংশের৷ কেনান, এই ওষুধে রয়েছে পার্শ্ব-প্রতিক্রিয়া৷ তবে, ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ওষুধকে করোনা চিকিৎসায় ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =