আশ্বাস নয়, চাকরি চাই! একুশের আগে এসএসসিতে শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন

আশ্বাস নয়, চাকরি চাই! একুশের আগে এসএসসিতে শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন

 

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে এসএসসিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সহ দুর্নীতি মুক্ত নিয়োগ এর দাবিতে বিকাশভবন অভিযান ও ডেপুটেশন প্রদান ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোশিয়ানের। চলতি সপ্তাহের এই মিছিলে পা মেলান বহু সংখ্যক চাকরী প্রার্থীরা৷ মিছিল করুণাময়ী থেকে ময়ূখভবনের সামনে আসতেই ব্যারিকেড করে পথ আটকে দেয় পুলিশ৷ আন্দোলনকারীদের দাবি, পুলিশ প্রথমে জানান ডেপুটেশন নেওয়ার কেউ নেই। তবে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বাক বিতন্ডার পর প্রায় ২ ঘন্টা ময়ূখভবনের সামনে পথ অবরোধ করা হয়৷

এদিন ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোশিয়ানের ৫ জন প্রতিনিধি দল বিকাশভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করেন৷ আন্দোলনকারীদের এসএসসিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, দুর্নীতি মুক্ত প্যানেল গঠন করে মেরিট লিস্ট প্রদান সহ একাধিক দাবি রয়েছে৷ 

আন্দোলনকারীদের দাবি একুশের বিধানসভা নির্বাচনের আগে সেরে ফেলা হোক এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া৷ তাদের দাবি, শিক্ষামন্ত্রীর বারংবার আশ্বাস দেওয়ার পরেই কোনওরকম নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না ফলে শিক্ষিত চাকরিপ্রার্থীরা যাদের প্রধান লক্ষ্য শিক্ষকতা করা তারা হতাশাগ্রস্থ হয়ে পড়ছে৷ আন্দোলনকারীদের আরও দাবি, এর আগেও ডেপুটেশন জমা দেওয়া হয়েছে তবে তাতে কোনও লাভ হয়নি৷ শুধু আশ্বাস দেওয়া হয়েছে তাদের৷ তবে এবার আশ্বাস নয় চাকরি চায় তারা৷ সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছে আগামী ২০ দিনের মধ্যে ডেপুটেশন এর সদুত্তর না পেলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =