কুইতো: সারা বিশ্বে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। করোনা বিশ্বেজুড়ে মহামারীর আকার ধারণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলি চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে। করোনা আবহে সব থেকে ক্ষতিগ্রস্ত ছোট ছোট দেশগুলিও৷ করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উপজাতিরা। কারণ, শহর, মানুষ, চিকিৎসা সব থেকে দূরে থাকতেই তাঁরা পছন্দ করেন৷
করোনা সংক্রমণ ও তার রোধ করার উপায় নিয়ে অনেক উপজাতি বিস্তারিত কিছু জানে না। তাই বিভিন্ন দেশে উপজাতিদের ওপর করোনা বড় আঘাত হানতে চলেছে। ইতিমধ্যে অ্যামাজনের করোনার প্রভাব পড়তে শুরু করেছে। এবার ইকুয়েডরের উপজাতি সম্প্রদায়ের করোনার প্রভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ইকুয়েডর ও পেরু সীমান্তে বাস করা এই প্রজাতির নাম সিয়োকোপাই। এই প্রজাতির প্রায় ৭৫০ জন মানুষের বাস। তাঁরা মোটামুটি এক সঙ্গেই থাকেন। ইতিমধ্যে এই প্রজাতির ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে করোনায় সিয়োকোপাই প্রজাতির দুই প্রবীণ মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে এই জনজাতির মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, অনেকেই ভয়ে অ্যামজন জঙ্গলে গিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু এতে পরিনাম হিতে বিপরীত হতে পারে।
ইকুয়েডরের পরিস্থিতি করোনার জেরে প্রথম থেকেই খারাপ ছিল। দেশটিতে ইতিমধ্যে করোনায় ত্রিশ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রায় ১৭০০ জন করোনায় মারা গিয়েছে। করোনায় ভয়াবহতার জেরে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। রাস্তায় মৃতদেহ পরে থাকতে দেখা যাচ্ছে ইকুয়েডরের। কিন্তু সেই মৃতদেহ নিয়ে যাওয়ার কেউ নেই। কিছুদিন আগে সংবাদের শিরোনামে উঠে এসেছিল ইকুয়েডরের খবর। রাস্তা থেকে করোনায় মৃত ৮০০ জনের দেহ পুলিশ উদ্ধার করেছে বলে জানা যায়।